×

অর্থনীতি

সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্পের অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ০২:৩৬ পিএম

সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্পের অনুমোদন
গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৩ হাজার ৮২৮ কোটি টাকা বরাদ্দসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সাড়ে ছয় হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী জানান, একনেকে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৮৬ কোটি ১৩ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ২৪১ কোটি ৫২ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ৩৯ কোটি ৫৮ লাখ টাকা খরচ করা হবে। অনুমোদিত প্রকল্প ও তার খরচ : বামনডাঙ্গা (গাইবান্ধা)-শঠিবাড়ী-আফতাবগঞ্জ জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪২৫ কোটি ৮১ লাখ টাকা। প্রকল্পটি ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় মোট ৭১.৭৫ কিলোমিটার সড়ক উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে গাইবান্ধা জেলার সঙ্গে দিনাজপুর জেলার নিরাপদ, ব্যয় সাশ্রয়ী ও যানজটমুক্ত সড়ক যোগাযোগ স্থাপনসহ প্রকল্প এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তা প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩ হাজার ৮২৮ কোটি টাকা। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের রাস্তা প্রশস্তকরণের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। প্রকল্পটি ২০১৮-১৯ অর্থবছরের আরএডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। নগরের অবকাঠামোগত উন্নয়ন ও দারিদ্র্যতা হ্রাসকরণ সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি কৌশল। এ কৌশলের আওতায় পরিকল্পিত নগরায়ন এবং উন্নত নাগরিক সেবা প্রদান করা সিটি করপোরেশনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সম্পৃক্ত। সে অনুযায়ী প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে গাজীপুর সিটি করপোরেশন এলাকার রাস্তা উন্নয়ন, প্রশস্তকরণ এবং ফুটপাত নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণে নগরবাসীর যাতায়াত ব্যবস্থা সহজতর হবে। এতে নাগরিক পরিসেবা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগ সহজতর হবে এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। অফিসার্স ক্লাব, ঢাকা এর ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২২৮ কোটি টাকা। মানিকগঞ্জ বহুতলবিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৯৫ কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ের ২১টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ নবরূপায়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৪১ কোটি টাকা। ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৯৮ কোটি টাকা। দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ, কোনাবাড়ী, গাজীপুর প্রকল্পের খরচ ধরা হয়েছে ৮১ কোটি টাকা। সন্ত্রাসবাদ মোকাবেলা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৯ কোটি টাকা। বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা। ওয়েস্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৬৮৭ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App