×

খেলা

শিষ্যদের বন্দনায় যোশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১২:১৩ পিএম

শিষ্যদের বন্দনায় যোশী
এবার বিশ্বকাপ আসরে টাইগার ব্যাটসম্যানরা স্পিন ঘূর্ণিতে কুপোকাত হবে এমনটা ভেবেছিল ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে চলমান বিশ্বকাপ আসরে স্পিন বোলারদের পিটিয়ে তুলোধুনা করেছে মাশরাফি বাহিনী। গত সোমবার রোজ বোলে আফগান স্পিনাররা কাবু করতে পারেনি টাইগার ব্যাটসম্যানদের। বরং সাকিব-মিরাজ- মোসাদ্দেকের ঘূর্ণিতে অসহায় হয়ে পড়ে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। তাই স্পিনারদের দুর্দান্ত পারফরমেন্সে বেশ খুশি টাইগারদের বোলিং কোচ সুনীল যোশী। এ ছাড়াও কোচ প্রতিপক্ষের স্পিন বোলারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার শিষ্যরা প্রস্তুত স্পিন বল মোকাবেলা করতে। গত পরশু আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে বোলারদের নিয়ে সাবেক ভারতীয় স্পিনার সুনীল যোশী বলেন, একজন স্পিন কোচ হিসেবে আমি এর চেয়ে বেশি চাইতে পারি না। সন্দেহাতীতভাবে সাকিব একজন কিংবদন্তি। এটা অনেক বড় গর্বের বিষয় যে, বাংলাদেশে সাকিবের মতো একজন খেলোয়াড় আছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সে ধারাবাহিক। আগামী ২ জুলাই এডজবাস্টনে কোহলিদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। ভারতের দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও ইয়ুজবেন্দ্র চাহাল আছে, যাদের বিপক্ষে ভুগতে পারে সাকিব-মুশফিকরা। তবে যাদব-চাহালদের মোকাবেলা করতে টাইগার ব্যাটসম্যানদের খুব একটা কষ্ট হওয়ার কথা নয়, এমনটাই মনে করেন স্পিন কোচ সুনিল যোশী। তিনি বলেন, আমরা সবাই জানি তারা ভালো স্পিন করে। আমরা আফগানিস্তানের বিপক্ষে স্পিন বোলিং দারুণ সফলতার সঙ্গে সামলেছি। ভারতের স্পিনারদের তুলনায় সাকিব-মিরাজও কম নয়। ওরা যেমন দুর্দান্ত বোলিং করবে, আবার সে রকম দারুণ বলও মোকাবেলা করবে। প্রত্যেকটি দলেরই শক্তি এবং দুর্বলতার জায়গা আছে। আমি ভারত দলকে তো খুব কাছ থেকেই দেখেছি। আমি জানি তাদের বিপক্ষে কোথায় বল করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App