×

সাহিত্য

শিল্পকলায় ভিয়েতনামের ‘কিম তু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১১:৪৪ এএম

শিল্পকলায় ভিয়েতনামের ‘কিম তু’
সাত দেশের অংশগ্রহণে শিল্পকলা একাডেমিতে চলছে সাত দিনব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’। যেখানে ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত, নেপাল ও বাংলাদেশের দুটি নাট্যদলসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে এ উৎসবে। গতকাল মঙ্গলবার ওই উৎসবের ষষ্ঠ দিনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হলো ভিয়েতনামের লে নক থিয়েটারের দ্য ওয়াইল্ডারনেস অবলম্বনে রচিত নাটক ‘কিম তু’। নাটকটির রচনায় ছিলেন কাও ইউ এবং পরিচালনা করেছেন ভিয়েতনামের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী ও অধ্যাপক ড. চুয়া সোও পং। লে নক থিয়েটার ভিয়েতনামে জাতীয় নাট্য থিয়েটারের ‘ড্রামা সোশ্যালাইজেশন গ্রুপ’ নাম দিয়ে যাত্রা শুরু করে ২০১৬ সালে। সংগঠনটি ভিয়েতনাম বিজনেস কালচারাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের অধীনে এবং ভিয়েতনাম স্টেজ আর্টস এসোসিয়েশনের সহায়তায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। যাত্রা শুরুর পর থেকে জাপান, চীন, ফিলিপাইন, কোরিয়া, মালয়েশিয়া, ফ্রান্স ও বাংলাদেশ আন্তর্জাতিক থিয়েটার উৎসবগুলোতে সফলতার সঙ্গে অংশ নিয়ে আসছে। রাষ্ট্রের ক্ষুদ্র একটি রূপ হচ্ছে সমাজ। ছোট ছোট কতগুলো সমাজই একটি রাষ্ট্রের জন্ম দেয়। তাই প্রতিটি দেশকেই এক একটি বৃহত্তর সমাজ বলা যায়। এমন একটি সমাজের প্রেক্ষাপটে নাটকটিতে দেখা যায় প্রেম, প্রতিশোধ, মুক্তি এবং মানুষের হৃদয়ের গভীরতার মধ্যে ভালো এবং মন্দের সংগ্রাম, অন্ধকার এবং অশান্ত ঘটনার গল্প বলতে। যেখানে রাজনৈতিক অবস্থা, গোপন ছলনা এবং অস্তিত্বের সংগ্রাম নাটকজুড়ে ছড়িয়ে রয়েছে। নাট্যকার যেন সামাজিক জীবনের বৃহত্তর দ্বন্দ্বের প্রতি অঙ্গুলি সংকেত করেছেন। নাটকের মধ্য দিয়ে তিনি যেন বলতে চাইলেন, মানুষ সামাজিক জীব। আর সমাজের অন্যতম প্রধান উপকরণই হচ্ছে মানুষ। কিন্তু এই সমাজেরই কিছু ঘটনার দিকে চোখ ফেরালে মানুষ হিসেবে হতাশ ও বিমর্ষ হতে হয়! আজ ২৬ জুন পর্দা নামছে এ উৎসবের। সমাপনী সন্ধ্যায় পরিবেশিত হবে রাশিয়ার নিকোলাই জাইকভ থিয়েটার ‘লাইট পাপেট শো’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App