×

খেলা

শঙ্কামুক্ত মাহমুদউল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১২:২৩ পিএম

শঙ্কামুক্ত মাহমুদউল্লাহ
আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় পাওয়ার ম্যাচে চোট পেয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ের সময় কাফ মাসলে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নেয়ার জন্য প্রান্ত বদল করতে দেখা গেছে তাকে। তা দেখে শঙ্কা জাগে টাইগার ভক্তদের মনে। মাশরাফি বিন মুর্তজার দলের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। ম্যাচটিতে মাহমুদউল্লাহ খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয় নানান কৌত‚হল। তবে টাইগার ভক্তদের জন্য সুখবর রিয়াদের চোট তেমন গুরুতর নয়। দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশ দলের পরের ম্যাচ আগামী ২ জুলাই। সে হিসেবে মাঝখানে প্রায় এক সপ্তাহ বিরতি রয়েছে। এরমধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন মাহমুদউল্লাহ, এমনটিই জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও। মাহমুদউল্লাহ রিয়াদের চোট প্রসঙ্গে বাংলাদেশ দলের ফিজিও থিলান চন্দ্রমোহন বলেন, সে কাফ মাসলে ব্যথা পেয়েছে। চোট খুব গুরুতর নয়। ‘গ্রেড ওয়ান’ ধরনের। আগামী কয়েকদিন তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। বাংলাদেশের পরের ম্যাচে তার খেলা নির্ভর করছে চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠার ওপর। মাঝখানে যেহেতু বেশ কিছুদিন বিরতি আছে। তাই এর আগেই রিয়াদ সম্পূর্ণ ফিট হয়ে উঠবে বলে আশাবাদী আমি। মিডল অর্ডারে বাংলাদেশ দলের অন্যতম ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৫ বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানো অভিজ্ঞ এই ক্রিকেটার এবারের আসরে এখন পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি। তবে মিডল অর্ডারে নিজের দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন তিনি। দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রিয়াদ খেলেন ৩৩ বলে ৪৬ রানের দায়িত্বশীল এক ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৬৯ রান। এ ছাড়া ৩৮ বলে ২৭ রান করেন আফগানিস্তানের বিপক্ষে। রোজ বোলের মন্থর পিচে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীদের মতো বিশ্বমানের স্পিনারদের বিপক্ষে এটাও নেহায়েত কম নয়। তাও চোট নিয়েই। চোট সমস্যা কাটিয়ে ভারতের বিপক্ষে ম্যাচেই ফিরবেন রিয়াদ এমনটিই চাওয়া প্রতিটি টাইগার ভক্তের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App