×

বিনোদন

বঙ্গবন্ধুর চরিত্রে থাকতে পারেন আহমেদ রুবেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ০১:৩৪ পিএম

বঙ্গবন্ধুর চরিত্রে থাকতে পারেন আহমেদ রুবেল
২০২০ সালে জাতির জনক ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক। ছবিটি নির্মাণ করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশের অভিনেতা খুঁজছিলেন পরিচালক শ্যাম বেনেগাল। কোন বাংলাদেশি অভিনেতাকে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যেতে পারে তা জানার প্রতীক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। শোনা যাচ্ছে, এই ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা আহমেদ রুবেল। বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধান চরিত্র হিসেবে সিনেমা অঙ্গনের নানা মানুষের মুখেই আহমেদ রুবেলের নাম শোনা যাচ্ছে। জানা গেল, বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্যকার অতুল তিউয়ারি গত মে মাসে ঢাকায় এসে ঘুরে গেছেন। শিগগিরই আবারো আসবেন তিনি ও নির্মাতা। এরপরই জানা যাবে আসল খবর। আহমেদ রুবেল বলেন, আমার এই ছবিতে অভিনয়ের ব্যাপারে প্রাথমিক কথা হয়েছে। কোনো চুক্তি হয়নি। চ‚ড়ান্ত না হওয়ার আগে তো কিছুই বলা যাচ্ছে না। আহমেদ রুবেল এর আগেও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’য় শহীদ মুক্তিযোদ্ধা গীতিকার আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন। উল্লেখ্য, ছবির শুটিং-পরবর্তী কাজ সম্পন্ন হবে মুম্বাইয়ে। বাংলা ভাষাতেই নির্মিত হবে এই বায়োপিক। পরবর্তী সময়ে বিভিন্ন ভাষার সাব-টাইটেল দিয়ে প্রদর্শন করা হবে বিশ্বের বিভিন্ন দেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App