×

অর্থনীতি

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে স্থবিরতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ০২:২৯ পিএম

পুঁজিবাজারে সূচক ও লেনদেনে স্থবিরতা
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পর দেশের পুঁজিবাজারে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। বাজেটে বিনিয়োগকারীদের জন্য বেশকিছু প্রণোদনার প্রস্তাব করা হলেও তার সুফল মিলছে না পুঁজিবাজারের লেনদেনে। বরং সূচক ও লেনদেন ঘুরে-ফিরে একই জায়গায় অবস্থান করছে। বাজেটের পর গতকাল মঙ্গলবারসহ লেনদেন হওয়া গত ৮ কার্যদিবসের মধ্যে পাঁচ দিনই সূচকের পতন হয়েছে। এই সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারিয়েছে ৯৪ পয়েন্ট। বাজার বিশ্লেষকদের মতে, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের লভ্যাংশের ওপর করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির ক্যাশ ডিভিডেন্ডের ওপর ১৫ শতাংশ এবং কোম্পানির পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি রিজার্ভ হলে বর্ধিত রিজার্ভের ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। এগুলো বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক হলেও পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার। এদিকে গতকাল ডিএসইতে মোট ৩৪৯টি কোম্পানির ১২ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৬৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮০ পয়েন্টে উঠে আসে। ডিএস-৩০ মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্ট, ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩০ পয়েন্টে উন্নীত হয়। এ দিন ডিএসইতে আর্থিক লেনদেন হয় ৪৫৩ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ১৫ লাখ টাকা। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬২টি কোম্পানির ৩ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। গত সোমবার সিএসইতে কেনাবেচা হয়েছিল ৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ দিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৮২ পয়েন্ট উন্নীত হয়। আগের দিন সিএসইর সূচক ছিল ১৬ হাজার ৪৭০ পয়েন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App