×

খেলা

ক্রিকেট কিংবদন্তিদের মুখে সাকিব বন্দনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১১:২১ এএম

ক্রিকেট কিংবদন্তিদের মুখে সাকিব বন্দনা
দ্বাদশ বিশ্বকাপ শুরুর আগেই দারুণ এক সুসংবাদ পান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন তিনি। সেটা যেন বাড়তি অনুপ্রেরণা জোগায় রেকর্ডবয় হিসেবে খ্যাত সাকিবের মনে। এবারের বিশ্বকাপ এখন পর্যন্ত দুর্দান্ত খেলেছেন তিনি। বলা যায় স্বপ্নের মতো একটি বিশ্বকাপ আসর কাটছে তার। ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলমান দ্বাদশ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায়ও রয়েছেন সেরা দশের মধ্যে। সুপারম্যান সাকিবে মুগ্ধ কিংবদন্তি ক্রিকেটাররা। গত সোমবার দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি বল হাতে নেন ৫ উইকেট। বিশ্বকাপে একই ম্যাচে ৫ উইকেট ও হাফসেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি। পাশাপাশি ওই ম্যাচে সাকিব স্পর্শ করে বিশ্বকাপে নিজের ১০০০ রানের মাইলফলক। গতকাল সাকিবকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বলে উল্লেখ করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইক হাসি। তার মতে, সাকিব এখন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় চলে এসেছেন। কেউ স্বীকার করুক কিংবা না করুক আমি বলব যে সাকিব বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার। অন্যদিকে ইএসপিএনের এক অনুষ্ঠানে সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক বলেন, সাকিব যে বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন তাতে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। এদিকে সাকিবের প্রশংসা করেছেন সাবেক ভারতীয় স্পিনার হারভজন সিংও। তার মতে, দ্বাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে সেরা ক্রিকেটার সাকিবই। এ ছাড়া কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারাও প্রশংসা করেছেন টাইগার অলরাউন্ডারের। তিনি বলেন, সাকিব বরাবরই সেরা। তবে নিজের আসল রূপটা দেখানোর জন্য সে যেন বিশ্বকাপের মঞ্চকেই বেছে নিয়েছে। তাছাড়া মাহেলা জয়াবর্ধনে, কেভিন পিটারসেন, রিকি পন্টিং, ব্রেট লিরাও সাকিবের প্রশংসা করেছেন। সবাই ব্যক্ত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডারের পারফরমেন্সে নিজেদের মুগ্ধতার কথা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিবে মুগ্ধ জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। তার মতে, সাকিব যেভাবে খেলছে তা রীতিমতো অবিশ্বাস্য। সত্যি বলতে আমি মুগ্ধ তার পারফরমেন্সে। পাশাপাশি গণমাধ্যমগুলোও মেতে উঠেছে সাকিব বন্দনায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App