×

খেলা

কি আছে রোডসের ভাগ্যে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১২:১০ পিএম

কি আছে রোডসের ভাগ্যে!
২০১৭ সালের অক্টোবরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের হঠাৎ দায়িত্ব ছাড়ার কারণে বিপাকে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় মাশরাফি-সাকিবদের দায়িত্ব ছেড়ে জন্মভূমি শ্রীলঙ্কার জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান হাথুরুসিংহে। এরপর প্রায় ৬ মাসেরও বেশি সময় প্রধান কোচ ছাড়াই কাটাতে হয় টাইগারদের। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কিংবদন্তি গ্যারি কারস্টেনের পরামর্শে ২০১৮ সালের ৭ জুন মাশরাফিদের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইংল্যান্ডে জন্ম নেয়া স্টিভ রোডস। তার অধীনে বেশ ভালোই খেলছে টাইগাররা। পারফরমেন্সের গ্রাফও বেশ উন্নতির দিকে। রোডসের অধীনেই দ্বাদশ বিশ্বকাপে খেলছে মাশরাফি বিন মুর্তজার দল। এরমধ্যে শোনা যাচ্ছে যে রোডসকে ছাঁটাই করে শিগগিরই নতুন কোচ নিয়োগ দেয়ার কথা ভাবছেন বিবিসি। সংস্থাটির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কাউন্টি দলের কোচ হিসেবে যোগ্য রোডস। কিন্তু জাতীয় দলের কোচ হওয়ার মতো যোগ্যতা তার নেই। অনেকেই আবার বলছেন রোডসের মধ্যে নাকি পথপ্রদর্শকের নেতৃত্বগুণের ঘাটতি রয়েছে। গত সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে অনেকটা রসিকতা করেই স্টিভ রোডস বলেন, আমাকে আর ৬ মাস রাখলে আমি বাংলাটা ভালোভাবে শিখে ফেলতাম। বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক পাল্টা রসিকতা করে জবাব দেন, আপনি আমাদের বিশ্বকাপ এনে দেন। আপনাকে আরো ৬ বছর রেখে দেব। তবে রসিকতা করে বলা কথাগুলোর গুরুত্ব কিন্তু কম নয়। বিসিবির সঙ্গে রোডসের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। সে হিসেবে চুক্তি অনুযায়ী আরো এক বছরের বেশি সময় বাংলাদেশ দলের কোচের দায়িত্বে থাকার কথা রোডসের। তাহলে আগামী ৬ মাসের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার চিন্তা কেন ভর করল এই ইংলিশ কোচের মনে- তা নিয়ে রয়েছে নানান কৌত‚হল। উস্টারশায়ারের সাবেক কোচ স্টিভ রোডসকে নিয়ে অসন্তুষ্ট বিসিবির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের দাবি, জাতীয় দলের কোচ হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা তার নেই। রোডস মানুষ হিসেবে বেশ সাদাসিধে স্বভাবের। দলের ওপর তার খুব একটা কর্তৃত্ব নেই। ভালো গেম প্ল্যান তৈরি করতে পারেন না। পারেন না ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বার্তা পাঠাতে। একজন কোচের মধ্যে এই গুণগুলো থাকা আবশ্যক। যেটা হাথুরুসিংহের মধ্যে ছিল। বর্তমানে বাংলাদেশ দলের টিম মিটিংয়ে খেলোয়াড়দের গেম প্ল্যান বুঝিয়ে দেয়ার দায়িত্বটা পালন করেন মূলত কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন। রোডস তখন নির্বাক শ্রোতার ভূমিকায় থাকেন। কিন্তু হওয়ার কথা উল্টোটি। এসব কারণে স্টিভ রোডসের ওপর বেশ অসন্তুষ্ট বিসিবি কর্তারা। রোডসের ভাগ্যে শেষ পর্যন্ত কি আছে তা সময়ই বলে দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App