×

জাতীয়

আগুনে দগ্ধ কলেজছাত্রী ফুলনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১১:৩০ এএম

আগুনে দগ্ধ কলেজছাত্রী ফুলনের মৃত্যু
নরসিংদীর বীরপুরে ফুপাতো ভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ কলেজছাত্রী ফুলন রানী বর্মণ (২২) মারা গেছেন। বুধবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ফুলনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফুলনের বাবা যুগেন্ধ বর্মন বলেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, আগুনে ফুলনের শরীরের ২১ শতাংশ পুড়ে যায় এবং মুখে কেরোসিন ঢালার কারণে ফুলনের শ্বাসনালীতে সমস্যা ছিল। এতে তার শ্বাস নিতে কষ্ট হয়। এজন্য গত বৃহস্পতিবার ফুলনের অপারেশন করা হয়। এরপর থেকে ফুলন ভালোই ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার বলেন, সকালে ফুলনের বাবা যুগেন্দ্র ফোন করে আমাদের মৃত্যুর খবর জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করবো। গত বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৯টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই বোনের গায়ে আগুন দেন ফুপাতো ভাই ভবতোষ। পরে তাকে রাত পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ফুলন নরসিংদী পৌর এলাকার বীরপুর যুগেন্দ্র বর্মণের মেয়ে। তিনি নরসিংদী উদয়ন কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App