×

খেলা

সবার উপরে সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১১:৩৭ এএম

সবার উপরে সাকিব
ব্যাট হাতে স্বপ্নের মতো একটি বিশ্বকাপ কাটছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগেই তিনি বলেছিলেন, এবারের বিশ্বকাপ আসরটা চিরস্মরণীয় করে রাখতে চান। স্মরণীয় করে রাখার মতো পারফরমেন্স ইতোমধ্যেই করে ফেলেছেন সাকিব। দ্বাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৪৭৬ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় সাকিব এখন রয়েছেন শীর্ষে। বিশ্বকাপের গতকালের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় মাশরাফি বিন মুর্তজার দল। ওই ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ৫১ রানের দায়িত্বশীল এক ইনিংস। গতকাল বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের পাশাপাশি ৩২ উইকেট শিকার করেছেন সাকিব। এর আগে বিশ্বকাপে ৯০০ রান ও ২৫ উইকেটের ‘ডাবল’ ছিল সাকিবসহ মাত্র তিনজন ক্রিকেটারের। বাকি দুজন ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া। তিনটি বিশ্বকাপে (১৯৮৭, ১৯৯২ ও ১৯৯৯) মোট ৩৩ ম্যাচ খেলে ৯৭৮ রানের সঙ্গে ২৭ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক ওয়াহ। জয়াসুরিয়া খেলেছেন পাঁচটি (১৯৯২-২০০৭) বিশ্বকাপে ৩৮ ম্যাচ। ১১৬৫ রানের পাশাপাশি বাঁহাতি স্পিনে পেয়েছেন ২৭ উইকেট। গতকাল সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রান করার মধ্য দিয়ে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সফল বিশ্বসেরা এ অলরাউন্ডার। শুধু রানের দিক দিয়ে বিশ্বকাপে এক হাজার রান করার নজির টাইগার অলরাউন্ডারের আগে সারা বিশ্বে এই কীর্তি গড়েছেন ২১ জন ক্রিকেটার। সাকিব আল হাসান প্রথমবার বিশ্বকাপ খেলেন ২০০৭ সালে। ওই বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল ভারত। ম্যাচটিতে ৫৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে ভারত বধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব। সব মিলিয়ে ২০০৭ সালের বিশ্বকাপে ৯ ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে ২০২ রান। ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। সাকিব ততদিন অনেক বড় তারকা। তার নেতৃত্বেই ওই বিশ্বকাপে অংশ নেয় টাইগাররা। সেবার ৬ ম্যাচে সাকিব করেন ১৪২ রান। ২০১৫ সালে বিশ্বকাপের আসর বসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ওই বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ১৯৬ রান করেন সাকিব। সর্বোচ্চ ৬৩। সাকিবের বয়স এখন ৩২ বছর। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ভারী হয়েছে তার অভিজ্ঞতার পাল্লা। সেটার প্রমাণ দ্বাদশ বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলমান এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে সাকিবের ব্যাট থেকে ৪৭৬ রান এসেছে। গড় ৯৫.২০। সব মিলিয়ে বিশ্বকাপের চার আসরে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ১০১৬ রান করেছেন সাকিব। এর মধ্যে অর্ধশতক আছে ৭টি এবং শতক আছে ২টি। বিশ্বকাপে তার সর্বোচ্চ অপরাজিত ১২৪ রানের ইনিংসটি উইন্ডিজের বিপক্ষে, খেলেছেন দ্বাদশ বিশ্বকাপে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App