×

খেলা

বিশ্বকাপে ওয়ার্নার-ফিঞ্চের নতুন রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ০৯:৩৮ পিএম

বিশ্বকাপে ওয়ার্নার-ফিঞ্চের নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাট। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম দুই অবস্থানই তাদের। এবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন এই দুই অজি ওপেনার। এই ম্যাচে দুজনের জুটি থেকে এসেছে ১২৩ রান। এই নিয়ে চলতি বিশ্বকাপের পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের বেশি জুটি এলো তাদের ব্যাট থেকে, এমন রেকর্ড নেই অন্য কোনো জুটির।

এর আগে ১৯৮৩ সালে ইংল্যান্ডের ক্রিস ট্যাভার ও গ্রায়েম ফোলার চার ম্যাচে প্রথম এই রেকর্ড গড়েন। এরপর ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপ মিলে চার ম্যাচে এই রেকর্ডে নাম লেখান অস্ট্রেলিয়ার ডেভিড বুন ও জিওফ মার্শ জুটি।

১৯৯৬ বিশ্বকাপেও একই কীর্তি গড়েন পাকিস্তানের আমির সোহেল ও সাঈদ আনোয়ার জুটি। এরপর ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন জুটিও এই রেকর্ডে নাম লেখান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App