×

খেলা

বাংলাদেশ টস জিতলে ভালো হতো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ১১:৪১ এএম

আরো একটি ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল আমাদের জন্য মহাগুরুত্বপূর্ণ। ম্যাচটি হয়েছে রোজ বোলে। এই মাঠেই বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে সমান তালে লড়াই করেছে আফগানিস্তান। মাত্র ২২৪ রানের পুঁজি নিয়েও ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ভারত। এর কারণ রোজ বোলের মন্থর উইকেট। আমি চাইছিলাম আফগানিস্তানের বিপক্ষে যেন বাংলাদেশ টস জিতে। আমাদের ব্যাটিং লাইনআপ তাদের তুলনায় অনেক শক্তিশালী। বোলিংটাও দুর্বল নয়। বিশেষ করে স্পিন অ্যাটাক। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেকে হোসেনদের নিয়ে গড়া আমাদের স্পিন আক্রমণের বিপক্ষে মন্থর উইকেটে আগে ব্যাটিং করে তারা ২২০ রানের বেশি করতে পারত না বলেই বিশ্বাস আমার। সে ক্ষেত্রে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে গুলবাদিন নাইবের দলকে ২০০ থেকে ২২০ রানের মধ্যে আটকে রাখতে পারলে আমাদের জন্য ম্যাচ জেতা অনেক সহজ হয়ে যেত। যা হোক, এটা নিয়ে ভেবে আর লাভ নেই। স্বাভাবিকভাবেই টস জিতে আফগান অধিনায়ক টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায়। তাদের লক্ষ্য ছিল রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীর স্পিন ফাঁদে ফেলে বাংলাদেশ দলকে অল্প রানের মধ্যেই আটকে রাখা। আমি বলব তাদের পরিকল্পনা সফল হয়নি। মুশফিক ভাই সবসময় স্পিন ভালো খেলেন। গতকাল উনার দায়িত্বশীল ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। সাকিব ভাইয়ের কাছে প্রত্যাশাটা বেশি ছিল। কারণ উনি ফর্মে আছেন। উনি ৫১ রানের ইনিংস খেলেছেন। মন্থর উইকেট আফগানিস্তানের শক্তিশালী স্পিন অ্যাটাকের বিপক্ষে এটাও কম নয়। তামিম ভাইও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাটিং করেছেন। সৌম্য সরকারের জায়গায় গতকাল লিটন দাশ ইনিংস ওপেন করেছে। আমার মতে, লিটনকে দিয়ে ইনিংস ওপেন করানোটা টিম ম্যানেজমেন্টের ভালো সিদ্ধান্ত ছিল। তামিম ভাই যেহেতু বাঁহাতি তাই ডান-বাম কম্বিনেশন আনতেই সৌম্যর পরিবর্তে লিটনকে দিয়ে ইনিংস ওপেন করানোর সিদ্ধান্ত নেয়া হয়। ইনজুরি কাটিয়ে মোসাদ্দেক ও সাইফউদ্দিন এদিন একাদশে ফেরে। মোসাদ্দেক আস্থার প্রতিদান দিয়েছে। শেষ দিকে দ্রুত কিছু রান তুলেছে সে। শেষ পর্যন্ত ২৬২ রান সংগ্রহ করে আমাদের ব্যাটসম্যানরা। রোজ বোলের মন্থর উইকেটে এটা ভালো পুঁজি। বিশ্বকাপের আজকের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই ম্যাচটি জেতা ইংল্যান্ডের জন্য খুব জরুরি। কেননা টুর্নামেন্ট শুরুর আগে হট ফেভারিট ভাবা হলেও এখনো শেষ চারে অংশগ্রহণ অনিশ্চিত তাদের। অস্ট্রেলিয়া অবশ্য বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজ জিতলেই প্রথম দল হিসেবে সেমির টিকেট পাবে অ্যারন ফিঞ্চের দল। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুদলই শক্তিমত্তার বিচারে কাছাকাছি। তবে আমার মতে, আজকের ম্যাচে অস্ট্রেলিয়াই ফেভারিট। এবারের বিশ^কাপে নিজেদের শেষ ৪ ম্যাচের সবটিতেই জিতেছে তারা। যা ফিঞ্চের দলের খেলোয়াড়দের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়াটা ইংল্যান্ডের জন্য অপ্রত্যাশিত ছিল। এই হারে তারা বেশ চাপে পড়ে গেছে। এমন হারের পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামাটা তাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ। ইয়ন মরগানের দল সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করে সেটা দেখার অপেক্ষাই আছি। যদি ইংল্যান্ড চাপ সামাল দিয়ে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তবে আজ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখতে পারব বলে বিশ্বাস আমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App