×

জাতীয়

নয়াপল্টনে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ০২:২১ পিএম

নয়াপল্টনে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভ
বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটির দাবিতে আন্দোলন শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার (২৫ জুন) বেলা সোয়া ১২টার দিকে একটি মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। অন্যদিকে কার্যালয়ের ভেতরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির কয়েকশ নেতাকর্মী অবস্থান করেন। কার্যালয়ের আস পাশেও ছাত্রদল ও বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা কোনো ধরনের অপ্রীতিকর কিছু করলে প্রতিহত করবে তারা। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের বলেন, দলের একটা সিদ্ধান্ত আসছে, আশা করি সবাই এটা বিবেচনা করে কাজ করবে। আমাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে আছেন, আশা করি পরিস্থিতি উন্নয়নের জন্য আমাদের ছোট ভাইরা আমাদের যে কোনো ভাবে সহযোগিতা করবে। সোমবার (২৪ জুন) বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করেছে। দুপুর দেড়টার দিকে তারা নয়াপল্টন ছেড়ে যাওয়ার সময় পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App