×

বিনোদন

আইয়ুব বাচ্চুর ‘এলআরবি’তে বিভক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ০১:০২ পিএম

আইয়ুব বাচ্চুর ‘এলআরবি’তে বিভক্তি
আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর ভাঙনের পথে তার হাতে গড়া ব্যান্ড ‘এলআরবি’। নতুন সদস্য নিয়ে এলআরবি গঠনের পর আইয়ুব বাচ্চুর ছেলের শুভকামনা থাকা সত্তে¡ও দুই মাস পর খবর আসে, দলটি দুই ভাগে বিভক্ত। এক ভাগে প্রতিষ্ঠাতা সদস্য স্বপনের সঙ্গে আছেন ড্রামার রোমেল। অন্য ভাগে আছেন বেস গিটারিস্ট মাসুদ, ব্যবস্থাপক শামীম এবং নতুন যোগ দেয়া বালাম। পাঁচ সদস্যের এ ব্যান্ডের বাকি সদস্যদের ছাড়াই স্বপন ও রোমেল গত ২১ জুন বিশ্বসঙ্গীত দিবসে ক্যাডেট কলেজ ক্লাবের একটি অনুষ্ঠানে পারফর্ম করার মধ্য দিয়েই বিভক্তি প্রকাশ্যে এল। সম্প্রতি বালামকে এলআরবি ভোকাল হিসেবে ঘোষণা করলে চমকে ওঠেন সবাই। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র সমালোচনার মুখে পড়েন বালাম। বালাম নিয়ে এলআরবি সদস্যরা নাম বদল করতে বাধ্য হন। এলআরবি সদস্যরা গানের দলটির নতুন নাম দেন ‘বালাম এন্ড দ্য লিগাসি’। এই বিষয় নিয়েও অনেক জল ঘোলা হয়। আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নাম পরিবর্তন কিংবা সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এ ব্যাপারে তাদের কোনো বাধা নেই। অন্যদিকে এলআরবি নাম নিয়ে স্বপন ও রোমেলের আলাদা করে অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারটি একেবারেই জানা ছিল না ব্যবস্থাপক শামীম আহমেদের। তিনি বলেন, এই অনুষ্ঠানের ব্যাপারে আয়োজকরা শুরুতে আমার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু দলের কারো মহড়া না থাকায় শো করতে রাজি ছিলাম না। আমি চেয়েছিলাম, এলআরবি যখন নতুন করে দর্শকের সামনে আসবে, বিষয়টা যেন বর্ণাঢ্য হয়। হুট করে আমাদের না জানিয়ে এমন ঘটনায় বিব্রত বোধ করেছি। শামীম বলেন, আমরা তো ভেবেছিলাম, আমরা ঐক্যবদ্ধ। এখন তেমন মনে হচ্ছে না। অন্যদিকে আইয়ুব বাচ্চুর সঙ্গে একেবারে শুরু থেকেই আছেন স্বপন। তিনি বলেন, কিছু জটিলতা ছিল, সবশেষে সিদ্ধান্ত হয়েছিল ১৫ মে থেকে মহড়া হবে। আমি আর রোমেল বসে আছি তো আছিই। শামীম আহমেদ জানান, এলআরবি আপসেট, এখন শো করবে না। বস (আইয়ুব বাচ্চু) আমাদের শিখিয়েছেন গানবাজনা করে চলতে। আমরা সেভাবেই চলছি। এতদিন ধরে বসে আছি, বাড়ি ভাড়া, সন্তানদের পড়ালেখার খরচ, সংসারের আরো অনেক খরচ আছে, সব বন্ধ। শামীম সাহেব ও মাসুদ সাহেবের আশায় বসে ছিলাম। তারা যোগাযোগই করছেন না। বাধ্য হয়েই ক্যাডেট কলেজ ক্লাবের শো করেছি। এলআরবি ব্যান্ডের ড্রামার রোমেল বললেন, শামীম সাহেবকে অনুরোধ করছি, তিনি যেন এলআরবি নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর কথা না ছড়ান। এলআরবিতে এখন প্রতিষ্ঠাতা সদস্য বাচ্চু ভাইয়ের পরই আছেন স্বপন ভাই। আমরা একসঙ্গে আছি। যতদিন বেঁচে থাকি, মঞ্চে বাচ্চু ভাইয়ের রুপালি গিটার ও মাইক্রোফোন স্ট্যান্ড সবসময় থাকবে। আমরা ভাবব, তিনি আমাদের সঙ্গেই আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App