×

জাতীয়

হাতীবান্ধায় চাচা-ভাতিজার দু’পক্ষের সংর্ঘষে আহত ১৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ০৩:৫৮ পিএম

হাতীবান্ধায় চাচা-ভাতিজার দু’পক্ষের সংর্ঘষে আহত ১৮
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা-ভাতিজার দু’পক্ষের সংর্ঘষে ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৪ জুন) সকালে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দক্ষিণ পারুলিয়া গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুল হাইয়ের সঙ্গে তার ভাতিজা আবুল হোসেনের পৈত্রিক সূত্রে পাওয়া জমির ভাগ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এতে চাচা-ভাতিজার দু’ পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এ নিয়ে আদালতে মামলাও বিচারধীন। সংর্ঘষে আব্দুল হাই (৬০), রবিউল (৩৬), যাদু মিয়া (২৪), এরশাদ আলী (৫০), মোন্নাফ (৬০), মাসুদসহ (২৪) উভয়পক্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য আব্দুল হাই, মোন্নাফ ও রবিউলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App