×

জাতীয়

মোবাইল সেবায় বাড়তি করারোপ অযৌক্তিক : মোস্তাফা জব্বার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১১:৫২ এএম

মোবাইল সেবায় বাড়তি করারোপ অযৌক্তিক : মোস্তাফা জব্বার
মোবাইল ফোন ব্যবহার ও সিমের ওপর কর বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এতে মোবাইল ফোন ব্যবহারের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে, বাড়তি চাপ তৈরি হবে। তবে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়ানো সঠিক মন্তব্য করে তিনি বলেন, কিছুসংখ্যক আমদানিকারকের স্বার্থরক্ষায় আমরা দেশীয় শিল্পকে ধ্বংস করতে পারি না। নিজ দপ্তরে গতকাল রবিবার ভোরের কাগজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মনে করি, ফোনের সেবা ও সিমট্যাক্স বাড়ানো ঠিক হয়নি। এ কথা আমরা অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছি, লিখিত চিঠি দিয়েছি। প্রত্যাহারের আহ্বান জানিয়েছি। তিনি বলেন, ৫ শতাংশ সম্পূরক শুল্কই এখন বেশি। এর ওপর আরো ৫ শতাংশ বাড়ানো যুক্তিসঙ্গত হবে না। সিমট্যাক্স ১০০ টাকা বাড়ানোরও কোনো যুক্তি দেখি না। আর এতে সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে না। কারণ ইতোমধ্যে বিপুল পরিমাণ সিম বাজারে আছে। অকারণে নিরুৎসাহিত করার দরকার কী? তবে স্মার্টফোন আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাবের পক্ষে জোড়ালো অবস্থান ছিল মন্ত্রীর। তিনি বলেন, আমরা দেশে ফিচার ফোন ও স্মার্টফোন বানাতে পারি। মাত্র ৬ মাসে দেশে ৫টি কারখানা উৎপাদনে গেছে। এরা দেশীয় বাজারের ২৫ শতাংশ দখল করেছে। আরো ৫টি কারখানাকে অনুমোদন দেয়া হয়েছে। ফলে ২০১৯-২০ অর্থবছরে দেশীয় ফোন ৭০ থেকে ৮০ ভাগ (ফিচার ফোনসহ) বাজার দখল করবে। যারা শুল্ক কমাতে বলছেন, তারা কারখানা করেন। আমরা ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেব। ১০ শতাংশ নগদ প্রণোদনা দেব। আমরা কেন অন্যের বাজারে পরিণত হবো। উচ্চহারে আমদানি শুল্কের কারণে ভালো মানের বিদেশি ফোনের দাম অনেক বেড়ে যাবে এমন প্রশ্নের জবাবে এই প্রযুক্তিবিদ বলেন, যিনি ‘আইফোন’ কিনবেন তিনি বেশি দামে কিনবেন। আমার এতে বিন্দুমাত্র সহানুভূতি নেই। তবে দেশের সাধারণ মানুষের জন্য যে ধরনের স্মার্টফোন দরকার, সেগুলো দেশেই তৈরি করব। এতে দেশে কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা বাঁচবে এবং প্রযুক্তির দক্ষতা বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App