×

জাতীয়

ব্রিজ ভেঙে উপবনের ৫ বগি খালে, ৫ জনের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১০:১৪ এএম

ব্রিজ ভেঙে উপবনের ৫ বগি খালে, ৫ জনের লাশ উদ্ধার
সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ৫ বগি ব্রিজ ভেঙে খালে পড়েছে। গতকাল রবিবার মধ্যরাতে জেলার কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন অতিক্রম করার পর বড়ছড়া রেলব্রিজের উপরে রেললাইন ছিঁড়ে বগিগুলো খালে পড়ে যায়। এতে কয়েকশ যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার সদর হাসপাতাল ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ ওই ট্রেনটি ছেড়ে আসে। বরমচাল রেলস্টেশন অতিক্রম করার পর বড়ছড়া রেলব্রিজের উপরে রেললাইন ছিঁড়ে বগিগুলো খালে পড়ে যায়। এ সময় ছিটকে পড়া বগি থেকে মানুষের আর্তনাদ ভেসে আসতে শুনেছেন বলে জানিয়েছেন একাধিক যাত্রী। ৬ দিন আগে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু আংশিক ভেঙে পড়ায় সড়ক পথে বাস চলাচল বিঘ্নিত হয়। এ কারণে ট্রেনে যাত্রীর চাপ বেড়ে যায়। রেলের প্রতিটি বগির ধারণক্ষমতা ৬০ জন। তবে যাত্রীর চাপের কারণে দুর্ঘটনাকবলিত উপবন ট্রেনের একেকটি বগিতে দ্বিগুণেরও বেশি যাত্রী ছিল বলে জানা যায়। মৌলভীবাজারের পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, ছিটকে পড়া ৫টি বগির মধ্যে দুটি যাত্রীসহ খালে পড়ে পানিতে ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠে এলেও বাকিদের ভাগ্যে কি ঘটেছে, তা বলা মুশকিল। তিনি জানান, স্থানীয় দমকল, পুলিশ ও বিজিবি উদ্ধার কাজ চালাচ্ছে। এলাকাবাসীও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে উদ্ধার কাজে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশনের জিআরপি থানার এসআই আতাউর রহমান বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরেছি। আহতদের উদ্ধারে কুলাউড়া জিআরপি পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। কুলাউড়া রেলওয়ে স্টেশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস বলেন, ঘটনাটি জানতে পেরেই জিআরপি পুলিশ, দমকল বাহিনী ছাড়াও কুলাউড়ার বিভিন্ন হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। এ ছাড়া ট্রেনটি উদ্ধারে তাদের স্টাফরাও ঘটনাস্থলের উদ্দেশে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App