×

জাতীয়

নয়াপল্টনে ৫ ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ০৪:৪১ পিএম

নয়াপল্টনে ৫ ককটেল বিস্ফোরণ
রাজধানীর নয়াপল্টনে বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এছাড়া আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হরয়ছে। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এঘটনায় সাবেক যুগ্ম-সম্পাদক আল আশরাফ মামুনসহ কয়েকজন আহত হওয়ার দাবি করে বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মামুন বিল্লাহ বলেন, আমরা কর্মসূচি শেষে চলে আসার সময় পেছন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি হামলার জন্য ছাত্রদলের অপরগ্রুপকে দায়ী করেন। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, বিক্ষুব্ধ ছাত্রনেতারা মিছিল করে চলে যাওয়ার সময় ৪/৫টা ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, যারা মিছিল করে এসেছিলো তারাই এ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। যেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে আমাদের কাছ থেকে একটু দূরে হওয়ায় কারা ফাটিয়েছে আমরা সনাক্ত করতে পারিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App