×

অর্থনীতি

দেশ এগিয়ে যাচ্ছে : পরিকল্পনামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১২:৫৫ পিএম

দেশ এগিয়ে যাচ্ছে : পরিকল্পনামন্ত্রী
দেশের উন্নয়ন নিয়ে যারা সন্দেহ করছেন তাদের ঘুমিয়ে থাকার পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। অধিকাংশ নাগরিক সেটাই বিশ্বাস করে এবং তারা আমাদের সঙ্গে আছে। দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করতে এনএসডিএস (ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দি ডেভেলপমেন্ট অব স্ট্যাটিস্টিকস) সাপোর্ট প্রকল্পের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু উপলক্ষ্যে গতকাল রোববার দু’দিনব্যাপী কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। এতে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। চলতি বছর শুরু হওয়া এই প্রকল্প শেষ হবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। যারা দেশের উন্নয়ন নিয়ে সন্দেহ পোষণ করে তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা সন্দেহ করবে তারা তাদের ধারণা নিয়ে থাকুক। দেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে যে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে। এটি আমাদের জন্য যথেষ্ট। পরিকল্পনামন্ত্রী বলেন, এখন সময় এসেছে পরিসংখ্যান ব্যুরোকে বিশুদ্ধ করে সেরা তথ্য দেওয়ার। কেউ যেন বলতে না পারে কোনো তথ্য বাড়িয়ে বলা হচ্ছে। প্রধানমন্ত্রীও চাননা কোনো তথ্য বাড়িয়ে বলা হোক। প্রকৃত তথ্যই যেন উঠে আসে। রাজনৈতিকভাবে সঠিক তথ্য সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সত্যবাদী হয়ে আসল কাজটা করতে হবে। এনএসডিএস সাপোর্ট প্রকল্প সম্পর্কে এম এ মান্নান বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্বিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করা। নীতিনির্ধারক, পরিকল্পনাবিদসহ অন্যান্য তথ্য ব্যবহারকারীরা যেন যথাসময়ে মানসম্পন্ন সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান পায় তা নিশ্চিত করা। সভাপতির বক্তব্যে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এই প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে এসডিজির সূচকগুলোর যথাযথ পরীবিক্ষণ, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহজেই তথ্য উপাত্ত দিতে সক্ষম হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর ডান ডান চ্যান ও জাতিসংঘের আওতাধীন এশিয়া প্যাসিফিক পরিসংখ্যান ইনিস্টিটিউট (ইউএনএসআইএপি) জাপান এর পরিচালক আশিষ কুমার। এছাড়া ভুটানের পরিসংখ্যান ব্যুরোর পরিচালক চাইম তাহেরিংসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন। মূল প্রবন্ধে বলা হয়, সীমাবদ্ধ সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সর্বাধিক পরিসংখ্যান প্রস্তুতের জন্য জরিপের পরিবর্তে প্রশাসনিক উৎস থেকে নিয়মিত তথ্য সংগ্রহের জন্য তথ্য উৎপাদনকারী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তরের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে এবং এজন্য তাদের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হবে। যেহেতু দাপ্তরিক পরিসংখ্যান প্রণয়ন একটি টেকনিক্যাল বিষয় তাই এ কাজ সঠিকভাবে সম্পন্ন করতে দক্ষ জনবল অপরিহার্য। তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশে-বিদেশে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App