×

জাতীয়

আপাতত কুলাউড়া থেকে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ থাকবে: রেল সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১১:৫২ এএম

আপাতত কুলাউড়া থেকে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ থাকবে: রেল সচিব
মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দুর্ঘটনাস্থল কুলাউড়া উপজেলার বরমচালে পৌঁছান। এ সময় রেল সচিব বলেন, আজ বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী। আপাতত ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের যোগাযোগ থাকবে কুলাউড়া জংশন থেকে। ঢাকা ও চট্টগ্রাম থেকে কুলাউড়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কিন্তু সরাসরি সিলেটের সঙ্গে কোনো ট্রেন যোগাযোগ সম্ভব হচ্ছে না। এছাড়া দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেনের উদ্ধার তৎপরতা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি। বিকেল ৫টার মধ্যে উদ্ধার কাজ শেষ করা যাবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। তদন্ত শেষে জানা যাবে ট্রেনের বগিতে সমস্যা নাকি লাইনে সমস্যা ছিল, বা অন্য কোনো কারণ থাকতে পারে কি-না। এ সময় রেলওয়ের মহাপরিচালক মো. রফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App