×

খেলা

আজও মিলবে সেঞ্চুরির দেখা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১২:৩৫ পিএম

আজও মিলবে সেঞ্চুরির দেখা!
আজও মিলবে সেঞ্চুরির দেখা!
বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় ১৯৯৯ সালে। এরপর থেকে অনুষ্ঠিত হওয়া সবকটি আসরেই খেলেছে টাইগাররা। ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১১ এই চার বিশ্বকাপ আসরে বেশ কয়েকটি বড় জয় পেলেও একটি কীর্তি অধরাই থেকে গিয়েছিল টাইগারদের। আর তা হলো সেঞ্চুরি। এই চার আসরে কোনো সেঞ্চুরি পাননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। অবশেষে বহুল প্রত্যাশিত সেই সেঞ্চুরির দেখা মেলে ২০১৫ সালের বিশ্বকাপে, সাইলেন্ট কিলার হিসেবে খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের হাত ধরে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে টানা দুটি ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলমান দ্বাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। যার দুটি আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে। আর অন্যটি করেন মুশফিকুর রহিম। বিশ্বকাপের আজকের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল। টাইগার ব্যাটসম্যানরা আজও সেঞ্চুরির দেখা পাবেন এমনটিই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। সেই সেঞ্চুরি আসবে কার ব্যাট থেকে তা নিয়ে আলোচনা সবার। সাকিব কি ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেবেন? মুশফিক কি পাবেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা? নাকি তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মোসাদ্দেকের ব্যাট থেকে আসবেই প্রত্যাশিত শতক এসবই টাইগার সমর্থকদের আলোচনার মুখ্য বিষয় এই মুহূর্তে। দ্বাদশ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় স্টিভ রোডসের শিষ্যরা। ওই ম্যাচে সেঞ্চুরি করেন সাকিব, খেলেন ১১৯ বলে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস। পরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। ক্যারিবীয় পেসারদের তুলোধুনো করে ওই ম্যাচে ৯৯ বলে অপরাজিত ১২৪ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির দেখা পান টাইগার উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ম্যাচটিতে তিনি অপরাজিত ১০২ রানের নান্দনিক এক ইনিংস খেলেন। ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানোর পথে মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছিলেন যথাক্রমে ১০৩ ও অপরাজিত ১২৮ রানের দুটি অবিস্মরণীয় ইনিংস। মাহমুদউল্লাহ-সাকিবের মতো মুশফিকও যদি পরপর দুই ম্যাচে শতক হাঁকাতে পারেন তবে মন্দ হয় না। এবারের বিশ্বকাপে ওপেনার তামিম ইকবালের কাছে প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এখনো পর্যন্ত নিজের সেরা রূপটা দেখাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬২ রান করেন তামিম। এর আগের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে করেন ৪৮ রান। সেরা ফর্মে ফেরার লড়াইয়ে মত্ত তামিমের ব্যাট থেকেও আজকের ম্যাচে আসতে পারে সেঞ্চুরি। এ ছাড়া সেঞ্চুরি পেতে পারেন লিটন দাসও। উইন্ডিজের বিপক্ষে ৬ রানের জন্য শতক মিস করার আক্ষেপটা নিশ্চয় আজ পূরণ করতে চাইবেন এই ডানহাতি ব্যাটসম্যান। মাহমুদউল্লাহ রিয়াদ ফর্মে আছেন। অজিদের বিপক্ষে ৬৯ রানের ইনিংস খেলা রিয়াদও পেতে পারেন সেঞ্চুরির দেখা। ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচের একাদশে ফিরবেন মোসাদ্দেক হোসেন। সুযোগ পেলে এই অলরাউন্ডারও শতক হাঁকাতে পারেন। সেই সামর্থ্য মোসাদ্দেকের রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App