×

জাতীয়

৯৯৯-এ ফোন, সিদ্ধিরগঞ্জে পুলিশ গিয়ে পেল লাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ১০:২৪ পিএম

ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯-এ ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ধনুহাজী রোড এলাকা থেকে দুইদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায় এক পথচারী।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্র্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, রোববার বিকেলে পাইনাদী ধনুহাজী রোড এলাকার স্বরূপকাঠী নার্সারির পাশে বাজারের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে সেটি খুলে এক নবজাতকের মরদেহ দেখতে পান তারা।

এরপর ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান এক পথচারী। সিদ্ধিরগঞ্জ থানায় জানালে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহ দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স দুইদিন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App