×

খেলা

মাশরাফিকে ভাবাচ্ছে বাজে বোলিং-ফিল্ডিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০৪:০৭ পিএম

মাশরাফিকে ভাবাচ্ছে বাজে বোলিং-ফিল্ডিং
এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং নজর কেড়েছে সবার। ইতোমধ্যে ৩টি সেঞ্চুরি এসেছে। যার দুটি পেয়েছেন সাকিব আল হাসান, একটি মুশফিকুর রহিম। এ ছাড়া তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরাও ব্যাট হাতে রান পাচ্ছেন। কিন্তু টাইগারদের ব্যাটিং যতটা দুর্দান্ত ফিল্ডিং যেন ঠিক ততটাই বাজে হচ্ছে। একই অবস্থা বোলিংয়ের ক্ষেত্রেও। একমাত্র নিউজিল্যান্ড ছাড়া অন্য সব দলের বিপক্ষেই টাইগারদের বোলিং খারাপ হয়েছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, উইন্ডিজ ও অস্ট্রেলিয়া প্রতিটি দলই তিনশর বেশি রান করেছে মাশরাফি বাহিনীর বিপক্ষে। ফিল্ডিং ও বোলিংয়ের এই বেহালদশা বেশ ভাবাচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। কখনো সোজা বল ফসকে যাচ্ছে, কখনো বেরিয়ে যাচ্ছে দুই পায়ের ফাঁক দিয়ে। কখনো আবার বাউন্ডারির দিকে ছুটতে থাকা বল আটকাতে গিয়ে মন্থরগতিতে দৌড়, কখনোবা থ্রো করতে দেরি করা কিংবা ভুল থ্রো ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলমান দ্বাদশ বিশ^কাপে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময় এসব যেন নিয়মিত দৃশ্য। এ কারণে বেশ সমালোচনার মুখে পড়েছে টাইগার ক্রিকেটাররা। অধিনায়ক মাশরাফিকেও দলের এমন বাজে ফিল্ডিং বেশ ভাবাচ্ছে। টাইগারদের সেমির আশা এখনো শেষ হয়ে যায়নি। নিজেদের শেষ ৩ ম্যাচের সবগুলোতে জয় পেয়ে উজ্জ্বল হবে সেমিতে যাওয়ার সম্ভাবনা। যেখানে প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর আগে সাংবাদিকদের কাছে ফিল্ডিং সমস্যার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্যাপ্টেন ম্যাশ। মাশরাফির মতে, দলের বাজে ফিল্ডিংয়ের পেছনে ইনজুরি একটি বড় সমস্যা। অনেক সময় খেলোয়াড়রা চিন্তিত থাকে, স্নায়ুচাপ ধরে রাখতে পারে না। বল ধরা এবং কোন প্রান্তে থ্রো করতে হবে তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু স্নায়ুচাপের কারণে সেটা পারে না। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই ফিল্ডিংয়ের সমস্যা দ্রুতই কাটিয়ে উঠতে হবে। এ জন্য কঠোর অনুশীলন প্রয়োজন। এ সময় বোলিং যে ভালো হচ্ছে না সেটাও স্বীকার করেন টাইগার দলপতি। তার মতে, বোলিংয়ে ঘাটতি ছিল। আমরা লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারিনি। বাজে ফিল্ডিংয়ের কারণে এই সমস্যা আরো প্রকট হয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানে বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই সামর্থ্যরে সবটুকু দিয়ে লড়তে হয়। ফিল্ডিংয়ে ভালো করাটা খুব জরুরি। দারুণ ফিল্ডিং দিয়ে প্রতিপক্ষকে সব সময় চাপে রাখতে হয়। কিছু চার আটকিয়ে, দুয়েক রান বাঁচিয়ে বোলারকে উজ্জীবিত রাাখাটা জরুরি। কিন্তু আমরা সেটা পারিনি। সবশেষে মাশরাফি বলেন, টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ভাবছে। আশা করি, সামনের ম্যাচগুলোতে আমরা দুর্দান্ত ফিল্ডিং উপহার দিতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App