×

বিনোদন

মাইলসের ৪০ বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০৩:০০ পিএম

মাইলসের ৪০ বছর
১৯৭৯ সালে ফরিদ রশিদের হাত ধরে ঢাকায় জন্ম নেয় ঐতিহ্যবাহী ব্যান্ড ‘মাইলস’। মাইলসের শুরুটা হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে (সাবেক হোটেল শেরাটন) ইংরেজি গান পরিবেশনার মাধ্যমে। ১৯৮২ সালে তাদের প্রথম অ্যালবাম বের হয় ইংরেজি ভাষায়। ওই সময় কিছু লোক বলেছিল, মাইলস বাংলা গান রচনা করতে পারে না! মূলত এমন কথার জবাব দিতে গিয়েই মাইলস তাদের প্রথম বাংলা অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামটির নাম ‘প্রতিশ্রুতি’। ‘চাঁদ তারা’সহ অ্যালবামটির প্রতিটি গান তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি দলটিকে। যে অ্যালবামই বের করেছেন, সেটিই সুপারহিট। শুধু বাংলাদেশেই নয়, গানগুলো সমান জনপ্রিয়তা পেয়েছিল পশ্চিমবঙ্গেও। মাইলসই প্রথম ১৯৯৪ সালে বাংলাদেশে সিডি অ্যালবাম প্রকাশ করে। ডিস্কো রেকর্ডিং নামে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস থেকে প্রকাশিত এই সিডির নাম ‘বেস্ট অব মাইলস’। ১৯৯৬ সালে ভারতে পাঁচটি, আবুধাবি ও দুবাইতে দুটি কনসার্ট করে। চ্যানেল এম ও এমটিভি সরাসরি এই কনসার্ট রেকর্ড করে। ১৯৯৬ সালে তারাই প্রথম বাংলাদেশি ব্যান্ড ছিল, যারা প্রথম যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যায়। মাইলসের ইতিহাসে একটি অন্যতম কনসার্ট হয়েছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে, যেখানে প্রায় ৬০ হাজার দর্শক হয়েছিল। এই কনসার্টটি আয়োজিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তত্ত্বাবধানে এবং স্পন্সর ছিল পেপসি। ২০০১ সালে মাইলস নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কনসার্টের জন্য আমন্ত্রিত হয়। ওই কনসার্টে আরো ছিল জুনুন এবং সিল্ক রুট ব্যান্ড। মাইলস ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করছে, যা দেশের ইতিহাসে একটি রেকর্ডও। ৬ মাসব্যাপী কনসার্টের ঘোষণা দিয়েছেন তারা। মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদ জানান, ৪০ বছরে পূর্তি একদিনের কনসার্টে শেষ হবে না, এটা আগামী ৫-৬ মাস ধরে চলবে। শুধু দেশেই নয়, দেশের বাইরে থাকছে নানা আয়োজন। শুরুটা হবে আমেরিকা সফর দিয়ে। চলতি মাসেই আমরা সেখানে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করব, যা শেষ হবে আগস্টের তৃতীয় সপ্তাহে। আমেরিকার বিভিন্ন শহরে ১২টির অধির একক শোতে অংশ নেবে মাইলস। এরপর সেপ্টেম্বরে কানাডা ট্যুরে অংশ নেব। সেখানেও ৬টি শো হবে। দেশে ফিরেই আবার অক্টোবরের তৃতীয় সপ্তাহে আমরা অস্ট্রেলিয়ায় ৫-৬টি শোতে অংশ নেব। ঢাকার বাইরের কনসার্টগুলো হবে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে। রোডশোও হবে। ঢাকার গালা ইভেন্টটি আর্মি স্টেডিয়াম অথবা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। বর্তমান সদস্যরা শাফিন আহমেদ (বেজ গিটার, কণ্ঠ) হামিন আহমেদ (গিটার, কণ্ঠ) মানাম আহমেদ (কিবোর্ড) ইকবাল আসিফ জুয়েল (গিটার) সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App