×

বিনোদন

টেলিভিশন ইনস্টিটিউট তৈরি করা আমার স্বপ্ন : জর্জ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০২:৫২ পিএম

টেলিভিশন ইনস্টিটিউট তৈরি করা আমার স্বপ্ন : জর্জ
অভিনয় নৈপুণ্যে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন লুৎফর রহমান জর্জ। পাশাপাশি টেলিভিশন মিডিয়ার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিগত দুই বছর। এবারের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। গতকাল ২১ জুন অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক নির্বাচন। এদিকে নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাংগঠনিক পদে নির্বাচিত হন জর্জ। এই অভিনেতা নানা প্রসঙ্গ নিয়ে মুখোমুখি হয়েছিলেন ভোরের কাগজের। সাক্ষাৎকার নিয়েছেন হাসান আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় অভিনয় শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক হলেন। এই বিষয়ে জানতে চাই... এটা আমার জন্য সৌভাগ্য। সবাই আমাকে ভালোবাসেন। যার জন্য এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। সবাই আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি কাজের মধ্য দিয়ে সেই ভালোবাসার মূল্যায়ন করতে চাই। বিগত কমিটিতেও আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলাম। তখন কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এবার সেগুলো বাস্তবায়ন করতে চাই। সর্বোপরি শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আপনার কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাই? আমাদের অভিনয় শিল্পীদের অনেক দিনের স্বপ্ন একটা ইনস্টিটিউট হবে। সেখানে আমাদের লাইব্রেরি, অফিস কক্ষ, ডরমেটরি, সেমিনার রুম, শুটিং স্টুডিও, অডিটোরিয়ামসহ নানা সুযোগ-সুবিধা থাকবে। সরকারের কাছ থেকে যদি আমরা একটা জমির বরাদ্দ পাই, তবে সেখানে ইনস্টিটিউট করতে চাই। যেখানে টেলিভিশন মিডিয়ার সবগুলো সংগঠনের অফিস থাকবে, লাইব্রেরি, অডিটোরিয়াম, সেমিনার রুম থাকবে। একটা টেলিভিশন ইনস্টিটিউট করা আমার স্বপ্ন। এবারের নির্বাচন নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। সে বিষয়ে আপনার বক্তব্য কী? অভিনয় শিল্পীরা সবসময়ই একটা পরিবার। আর পরিবারের ভেতরে নানারকম মান-অভিমান থাকেই। এটা বড় কোনো সমস্যা না। শিল্পীরা মৌলিক জায়গায়, দেশের প্রশ্নে সব সময়ই এক। ভিন্ন চিন্তা থাকতে পারে, এটাই মত প্রকাশের সৌন্দর্য। আমরা এই জটিলতা, তর্ক-বিতর্ক নিয়েই সামনে পথ চলতে চাই। নিজেদের ভুলগুলো শুধরে নিতে চাই। দিনশেষে একসঙ্গেই সবাই মানবিক কিছুর মধ্য দিয়ে এগিয়ে যেতে চাই। আপনার অভিনয় ব্যস্ততা প্রসঙ্গে যদি বলেন... শিল্পী হিসেবে অভিনয়টাই তো আমার মূল জায়গা। অভিনয় শিল্পী হিসেবেই সবাই আমাকে চেনেন, ভালোবাসেন। এই যে অভিনয় শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক হয়েছি। সেটাও তো অভিনয় শিল্পী হওয়ার সুবাদেই। তাই দর্শকের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। অভিনয় করছি, বেশ কিছু নাটকে অভিনয় করছি। পাশাপাশি আমরা টিভি মিডিয়াকে নতুন আঙ্গিকে একটা সুস্থ পেশাদার ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তুলতে কাজ করছি। নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন কিনা? অভিনয় শিল্পী হিসেবে আমি অভিনয়টাই করি। সেটা টিভি নাটক হোক আর সিনেমা হোক। ভালো গল্প পেলে নিশ্চয় করব। সব শিল্পীরই তো স্বপ্ন থাকে ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করা। সিনেমায় অভিনয় করব, তবে ভালো কিছু কাজ করেই দর্শকের মাঝে হাজির হতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভোরের কাগজের জন্য শুভ কামনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App