×

খেলা

উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল নিউজিল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০১৯, ০৩:৫২ এএম

উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল নিউজিল্যান্ড
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৯তম ম্যাচে ম্যানচেষ্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ রানে জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৯২ রান। এই রান তাড়া করে শুরুটা একেবারেই ভালো হয়নি ক্যারিবীয়দের, ২০ রানেই দুই উইকেট হারিয়ে বসে তারা। অবশেষে নিউজিল্যান্ডের কাছে ৫ রানে হেরে যায় উইন্ডিজ। ওপেনার ক্রিস গেইল চমৎকার একটি ইনিংস খেলেও পারেননি দলকে জেতাতে। তিনি ৮৪ বলে ৮৭ করে সাজঘরে ফেরেন। আর শিমরন হেটমায়ার করেন ৪৫ বলে ৫৪ রান। ট্রেন্ট বোল্ট ৩০ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৯১ রান নিউজিল্যান্ড। শনিবার সাউথাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের চমৎকার শতকে এই বড় সংগ্রহের পথ দেখে নিউজিল্যান্ড। ১৫৪ বলে ১৪৮ রান করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি এবং চলমান বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় শতক। এ ছাড়া রস টেলর করেন ৬৯ রান। আর জেমস নিশাম করেন ২৮ রান। ক্যারিবীয় পেসার শেলডন ৫৬ রানে চার উইকেট পান। ম্যাট হেনরির করা ইনিংসের ৪৮তম ওভারে ২৫ রান নিয়েছিলেন ব্র্যাথওয়েট। ওই ওভারে টানা ৩ ছক্কা আর ১ বাউন্ডারি হাঁকিয়েছেন। ৪৯তম ওভারে প্রয়োজনীয় ৮ রান তুলতে হবে। হাতে মাত্র ১ উইকেট। আবার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির হাতছানি। দেখেশুনে খেলে ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পেয়ে গেলেন। শেষ ব্যাটসম্যান হয়েও বোল্ট, ফার্গুসনদের মতো ফাস্ট বোলারদের ৪ বল ঠেকিয়ে ব্র্যাথওয়েটকে সঙ্গ দিতে চেষ্টা করেছিলেন। কিন্তু ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইন্ডিজের স্বপ্ন কবর দিলেন ব্র্যাথওয়েট। এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে এখন নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১০ পয়েন্ট। আর ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উইন্ডিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App