×

খেলা

সমালোচনা করুন, আমাদের গালাগাল নয়: সরফরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ১০:৫১ পিএম

সমালোচনা করুন, আমাদের গালাগাল নয়: সরফরাজ

ছবি: সংগৃহীত

কে বলে ভারত-পাকিস্তান ম্যাচে এখন আর কারও যায়-আসে না? গত রোববার বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের বাজে হারের পর পাকিস্তানি সমর্থকরা ঠিকই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন। এটা আসলে তাদের কাছে যায়-আসে, সম্ভবত একটু বেশিই।

এক সপ্তাহ ধরে পাকিস্তানি ক্রিকেটাররা মাঠ ও মাঠের বাইরে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিদ্রুপের শিকার হচ্ছেন। আস্তে আস্তে ব্যাপারটি ভয়ানক রূপও নিচ্ছে।

সর্বশেষ অধিনায়ক সরফরাজ আহমেদকে তার কোলে থাকা ছেলেসহ অপমানের শিকার হতে হয়েছে। এক পাকিস্তানি ভক্ত শপিংমলে আসা সরফরাজকে ‘শূকরের মতো মোটা’ বলে মন্তব্য করেন। যা তিনি মোবাইল ফোনে ভিডিও করেন। অবশ্য এ ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পরে ক্ষমা চান সেই ভক্ত।

জানা যায়, আরও দুই পাকিস্তানি ক্রিকেটারকেও শপিংমলে অপমানের শিকার হতে হয়। এ সময় তাদের পরিবারও নাকি সঙ্গে ছিল।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এ বিষয় বলেন, ‘আমরা ক্রিকেটারদের পরামর্শ দিয়েছি এমন পরিস্থিতিতে নিজেদের সামলে রাখতে। আর আমরা তাদের বাইরে বের হতে বাধা দিচ্ছি, এমন তখ্য সম্পূর্ণ ভূল।’

সমর্থকদের এমন আচরণ প্রসঙ্গে দলনেতা সরফরাজ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম আমাদের নিয়ন্ত্রণে নেই। তারা খুবই বড় মাপের, সুতরাং আপনি তাদের থামাতে পারবেন না। দল পূর্বেও হেরেছে, তবে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে থামার মতো না। যে কেউই লিখছেন। এটা হৃদয়বিদারক। ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়ছে।’

তিনি আরও বলেন, ‘খেলায় আমাদের সমালোচনা করুন, এটা কোনো বিষয় না। তবে আমাদের গালাগাল করবেন না। এটাতে তাদের (ক্রিকেটারদের) পরিবার ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সমর্থকরা প্রচুর আবেগী, আমরা জিতলে এরাই আমাদের ওপরে তুলবেন। তবে তারা যদি আমাদের হারে কষ্ট পান, একই কষ্ট আমরাও অনুধাবন করি।’

রোববার (২৩ জুন) বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App