×

খেলা

এখনো আশাবাদী মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৯, ০৪:৩৪ পিএম

এখনো আশাবাদী মাশরাফি
দ্বাদশ বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন শেষ চারে খেলতে চায় তার দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই মিশনের শুরুটা বেশ দুর্দান্তভাবেই করে স্টিভ রোডসের শিষ্যরা। কিন্তু নিজেদের পরের দুই ম্যাচে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় মাশরাফি বাহিনী। চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পরের ম্যাচে উইন্ডিজকে হারিয়ে টাইগাররা বেশ ভালোভাবেই টিকে থাকে শেষ চারের যাওয়ার দৌড়ে। তবে গত পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়ায় দ্বাদশ বিশ^কাপের সেমির টিকেট পাওয়াটা রীতিমতো অসম্ভব হয়ে উঠেছে বাংলাদেশ দলের জন্য। কিন্তু এখনই স্বপ্নের মৃত্যু হয়েছে বলে মেনে নিতে নারাজ ক্যাপ্টেন ম্যাশ। সেমিতে যাওয়ার কাজটি অসম্ভব হলেও নিজেদের সামর্থ্যরে সবটুকু দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন তিনি। টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, এখনো আমাদের সামনে সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে। তিনটি ম্যাচ এখনো বাকি। এগুলোর সব কটিতেই জিততে হবে। আমাদের লক্ষ্য সামনের সব ম্যাচ জেতা। কী হয় সেটা পরে দেখা যাবে। এদিকে অজিদের বিপক্ষে হারের জন্য ডেথ ওভারের বাজে বোলিংকে দোষ দিচ্ছেন টাইগার দলপতি। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ১০ ওভারে বাংলাদেশ দলের বোলারদের বাজে বোলিং ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করে করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, আমাদের ফিল্ডিং ভালো হয়নি। ফলে তাদের স্কোর বোর্ডে অতিরিক্ত ৩০-৪০ রান যোগ হয়েছে। বিশেষ করে ৪০ ওভারের পর। এই সময় আমাদের বোলিংটাও বাজে হয়েছে। এটা ঠিক যে, তাদের হাতে উইকেট ছিল। কিন্তু এরপরও আমরা ডেথ ওভারে লাইন-লেংথ ঠিক রেখে বল করতে পারলে অজিদের স্কোর বোর্ডে কম রান আসত। ফলে আমাদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়াত কম। এতে ম্যাচের ফলাফলও অন্যরকম হতে পারত। তবে তারা দারুণ ব্যাট করেছে। বিশেষ করে ওয়ার্নার। তাকে কৃতিত্ব দিতেই হয়। অস্ট্রেলিয়া যে বাংলাদেশকে একেবারে সুযোগ দেয়নি তাও নয়। কিন্তু স্টিভ রোডসের শিষ্যরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। এ কারণে আক্ষেপ হচ্ছে মাশরাফির। তার মতে, আমরা কিছু সুযোগ পেয়েছিলাম। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিটি সুযোগই কাজে লাগাতে হয়। কিন্তু আমরা সেটা পারিনি। সুযোগ হাতছাড়া করেছি। শুরুতে ওয়ার্নারের ক্যাচ মিস হয়েছে। এরপরই সে ভয়ঙ্কর হয়ে উঠল। জীবন পাওয়ার পর সে আরো দেড়শ রান করেছে। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেননি বাংলাদেশ দলের দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত। মাঠে এই দুই দুজনের অভাববোধ করেছেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন ম্যাশ। বাংলাদেশ দলের অধিনায়কের মতে, অস্ট্রেলিয়া সাকিবের বলে খুব সতর্কতার সঙ্গে ব্যাট করেছে। ওয়ার্নার ও ফিঞ্চ দুজনই বাঁ-হাতি। সাকিব বাঁ-হাতি ব্যাটসম্যানদের জন্য অতটা ভয়ঙ্কর নয়। তিন নম্বরে স্মিথের ব্যাটিংয়ে নামার কথা ছিল। কিন্তু সাকিবের কথা ভেবে ওসমান খাজাকে ব্যাটিংয়ে নামিয়েছে তারা। অজিরা পরিকল্পনা করেই এসব করেছে। এ সময় মোসাদ্দেক থাকলে ভালো হতো। তাকে কাজে লাগাতে পারতাম। মিরাজ একপাশ থেকে বোলিং করেছে। মোসাদ্দেক থাকলে উভয় পাশ থেকেই অফস্পিন দিয়ে অ্যাটাক করতে পারতাম। তাহলে হয়তো তাদের রানের গতি নিয়ন্ত্রণে রাখা যেত। সাইফউদ্দিনের পরিবর্তে এ দিন রুবেল হোসেনকে একাদশে ফেরানো হয়। কিন্তু তিনি আস্থার প্রতিদান দিতে পারেননি। ৯ ওভারে দিয়েছেন ৮৩ রান। আগের ৪ ম্যাচে ৯ উইকেট পাওয়া সাইফকে এদিন মিস করেছেন বলে জানিয়েছেন মাশরাফি। তার আশা ইনজুরি কাটিয়ে পরের ম্যাচেই একাদশে ফিরবেন সাইফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App