তিউনিসিয়া ফেরত ১৭ বাংলাদেশিকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ

আগের সংবাদ

বাজেট পাসের আগে কেন বাড়ল মোবাইলের খরচ

পরের সংবাদ

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় ক্রোয়েশিয়া

প্রকাশিত: জুন ২২, ২০১৯ , ১২:৫৪ অপরাহ্ণ আপডেট: জুন ২২, ২০১৯ , ১২:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, আইসিটি বিশেষজ্ঞ ও নির্মাণ শ্রমিকসহ অন্যান্য খাতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ান সরকার এ লক্ষ্যে শিগগিরই বাংলাদেশ সরকারের বিবেচনার জন্য একটি খসড়া সমঝোতা স্মারক পাঠাবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে মানবসম্পদ পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।
ক্রোয়েশিয়ার শ্রম ও পেনশনবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী দ্রাগেন ওপালিকের সঙ্গে গত মঙ্গলবার নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালের বৈঠকে এ বিষয়ে জানানো হয়। উক্ত বৈঠকে ক্রোয়েশিয়া এমপ্লয়মেন্ট এজেন্সি, শ্রম ও পেনশনবিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র ও ইউরোপীয়-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে ক্রোয়েশিয়ান মন্ত্রী জানান, এ বছরে ক্রোয়েশিয়া ৫১ হাজার কর্মী নিয়োগের অনুমতি দেবে। এদের বেশির ভাগ নিয়োগ করা হবে ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে এবং স্বল্পসংখ্যক কর্মী নেয়া হবে ইউরোপের বাইরে থেকে। এরই পরিপ্রেক্ষিতে ক্রোয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে মানসম্পন্ন কর্মী নিতে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে ক্রোয়েশিয়ান মন্ত্রীকে কর্মী নিয়োগের আগে বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও সক্ষমতার বিষয়ে জানতে সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
একই দিনে ক্রোয়েশিয়ার পররাষ্ট্র এবং ইউরোপীয়-বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি-জেনারেল পিটার উজরিনাকের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের আলোচনায় কর্মী নেয়ার বিষয়টিও গুরুত্ব পায়।
প্রসঙ্গত, নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনার জন্যও দায়িত্ব পালন করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়