×

সাময়িকী

মুস্তাফিজ শফির একটি ভিন্নধারার কথন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০১৯, ০৩:৪৫ পিএম

মুস্তাফিজ শফির একটি ভিন্নধারার কথন
মুস্তাফিজ শফির একটি ভিন্নধারার কথন
মূলধারার কবি ও সাংবাদিকতা জগতে একটি পিরিচিত নাম মুস্তাফিজ শফি। শফি নব্বই দশকের কবি ও কথাশিল্পী। তিনি ‘ভূতকল্যাণ সমিতি’র জন্য এবার আনন্দ আলো পুরস্কার পেয়েছেন। এটাই তার প্রথম পুরস্কার নয়; তার পুরস্কারের ঝুলি অনেক বড়। বইটা হাতে পেয়ে এক নিশ্বাসে পড়লাম। আনন্দ আলোর কমিটি, দেশের গুণী সাহিত্যবোদ্ধা ব্যক্তিদের আরেকবার সালাম জানাই, তারা একটি যুৎসই, সঠিক বইকে নির্বাচন করেছেন। এ সম্পর্কে মিডিয়া ব্যক্তিত্ব রেজানুর রহমান বলেন, আনন্দ আলো তার দায়বদ্ধতা নিয়েই ২০০৮ সালের একুশের গ্রন্থমেলা থেকে সিটি ব্যাংকের সহায়তায় এ সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। দেশের শিল্প-সাহিত্যের গুণী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি প্রতিবছর গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত সেরা ও মানসম্পন্ন বই যাচাই-বাছাই করে পুরস্কারের জন্য মনোনীত করেন। মুস্তাফিজ শফি তার লেখায় দেশ ও সমাজকে একটা ম্যাসেস পৌঁছে দিতে চেষ্টা করেন। বর্তমানে তিনি এই ম্যাসেস পৌঁছে দেয়ার হাতিয়ার হিসেবে ভূতকে বেছে নিয়েছেন। তার এই ভূত গতানুগতিক ভৌতিক বা ভূতের কাহিনি নয় শফির ভূতবিষয়ক শিশুতোষ বই মানেই অন্যরকম সব গল্প বা ছড়া। ভূত নিয়ে নিজস্ব কনসেপ্ট রয়েছে এই লেখকের। তার হাত ধরে শিশুদের কাছে ভূতেরা আসে বন্ধু হয়ে, পরোপকারী হয়ে। শফি তার লেখলেখির শুরু থেকেই ভূত বা ভূতগল্পের আড়ালে লিখে চলেছেন মানবিকতার শ্বেত-শুভ্র সমাজ-সচেতন গল্প। ভূতগল্পের আড়ালে তিনি শিশু-কিশোরদের মানবিকতারও শিক্ষা দিতে চান। ভয়ের চিরায়ত ফর্ম ভেঙে শফি ভূতকে বানিয়েছেন মানুষের বন্ধু। যা শিশু-কিশোর বা বড়দেরও স্বপ্ন দেখায়, নতুন দিনের আশায় নতুন কিছু করতে শেখায়। শফির ভূত অন্যায়ের প্রতিবাদ করেন। দুঃখীকে অন্ন দান করেন। পঙ্গুকে সুস্থতা ফিরিয়ে দেন। অসহায়, গরিব যার কোনো বাড়িঘর নেই, তাকে খাবার ও বাসস্থান তৈরি করে দেন। সমাজের সন্ত্রাস দমনে এই ভূত কঠিন ভূমিকা পালন করেন। তবে সেটা ক্রসফায়ার নয়। অর্থাৎ যারা দেশ লুটেপুটে খায়, গরিব-অসহায় মানুষের পেটে লাথি মারে শফির ভূত তাদের জন্য বলবীর্যশালী পুরুষ। সাহসী শৌর্যবতী অথবা শূরশ্রেষ্ঠ বীরভদ্র। কবি ও কথাশিল্পী মুস্তাফিজ শফির ‘ভূতকল্যাণ সমিতি’ গ্রন্থটি আমাদের এ বিশ্বাস এনে দিয়েছে। ভূতকল্যাণ সমিতি এ বইয়ের বিষয়ে লেখক মুস্তাফিজ শফি নিজেই বলেন, আমি ভূত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। এ পর্যন্ত ভূত নিয়ে চারটা শিশুতোষ বই বেরিয়েছে আমার। আমি কিন্তু ভূতে বিশ্বাসী লোক নই। আমার মনে হয় এটা দৃষ্টিভ্রম, অপটিক্যাল ইল্যুশন যাকে বলে। কিন্তু ভূত তো কল্পনায় আছে। এমনকি বিশ্ববিখ্যাত শিশুসাহিত্য হেরি পটার, সেটাও কিন্তু ভৌতিক কাহিনি। আমরা যে বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়ি, সেটাও কিন্তু কলকব্জার ভূত আমি এটাই বলি। আমাদের কল্পনায় যে ভূত আছে সেই ভ‚তকে আমি ধারণ করেছি ভালো ভ‚ত হিসেবে। ভূতের গল্পের যে প্রথাগত ফর্ম আছে সেখানে না গিয়ে, আমি যেটা করেছি, আমার গল্পের ভূত মানবিকতা শিক্ষা দেবে বাচ্চাদের। তারা যাতে আরেকটু মানবিক হয়। এ উপন্যাসে ভূতদের একটা সমিতি আছে, যারা নানা রকম মানবিক কাজ করে বেড়ায় কেউ বিপদে পড়লে তাকে বাঁচায়, কেউ অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। ভয়ঙ্কর অপরাধী কেউ আছে তাকে শাস্তি দেয়ার চেষ্টা করে এরকম আরকি। এভাবে পজিটিভ গল্পের আড়ালে শিশুদের মানবিক শিক্ষা দিতে এ কাজগুলো করছি। পজিটিভ ভূত নিয়ে এরকম কাজ সামনে আরো করব বলে আশা রাখি। মুস্তাফিজ শফির লেখা প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কবিতার বই ‘পড় তোমার প্রেমিকার নামে’, ‘মধ্যবিত্ত কবিতাগুচ্ছ’, ‘দহনের রাত’, সাংবাদিকতাবিষয়ক গ্রন্থ ‘বিলেতের বাঙাল (বিলেতের বাঙালি জীবন নিয়ে ভিন্নধারার অনুসন্ধান)’, ‘নির্বাচিত অনুসন্ধান (পুরস্কারপ্রাপ্ত ও আলোচিত প্রতিবেদন)’, জীবনী ও রাজনীতিবিষয়ক গ্রন্থ ‘চে’, শিশুতোষ ছড়ার বই ‘ভূতের সঙ্গে পদ্য’, গল্পের বই ‘মাথাকাটা ভূতের বাহিনী’, উপন্যাস ‘ভূতকল্যাণ সমিতি’, তার সম্পাদনায় তৃণমূল থেকে তুলে আনা নারী মুক্তিযোদ্ধাদের আত্মকাহিনী ‘একাত্তরের বিজয়িনী’ প্রভৃতি। মুস্তাফিজ শফির ‘ভূতকল্যাণ সমিতি’ নামের এবারের শিশুতোষ উপন্যাসটি প্রকাশ করেছে ‘কথাপ্রকাশ’। বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন বোরহান আজাদ। দক্ষতার ছাপ রয়েছে বইটির গেটআপ-মেকআপে। বানান ভুল আমাদের চোখে তেমন একটা পড়েনি। তবে বেশ কিছু জায়গা থেকে সরে গেছে ভূতের ‘ ূ ’ যা কিছুটা হলেও বেমানান লেগেছে আমাদের কাছে। ৫৬ পৃষ্ঠার বইটির দামও আপনার হাতের নাগালে মাত্র রাখা হয়েছে ১০০ টাকা। বইটি আপনার সংগ্রহকে সমৃদ্ধ করবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App