×

জাতীয়

দেশে ফিরছেন তিউনিসিয়া থেকে উদ্ধার ১৭ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০১৯, ০৬:৪৮ পিএম

দেশে ফিরছেন তিউনিসিয়া থেকে উদ্ধার ১৭ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

নৌকযোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭ জন বাংলাদেশি শুক্রবার (২১ জুন) ঢাকা ফিরছেন।

আজ সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় তিউনিসিয়ার সীমানা থেকে গত ৩১ মে ৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তবে এসব অভিবাসীকে তিউনিসিয়া বা ইউরোপের কোনো দেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

এ পরিস্থিতিতে তিউনিসিয়ার সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার সংগঠন এবং আইওএমসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তিউনিসিয়ায় অবতরণের ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস।

উদ্ধার হওয়া ৬৪ জনের মধ্যে প্রথম দফায় শুক্রবার ১৭ জন ঢাকা ফিরছেন। অন্যদেরও ধাপে ধাপে ফিরিয়ে আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App