×

খেলা

অজিদের ভাবনায় সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ১২:০৮ পিএম

অজিদের ভাবনায় সাকিব
দ্বাদশ বিশ্বকাপে খেলার লক্ষ্যে দেশ ছাড়ার আগে টাইগার অলরাউন্ডার সাকিব হাসান বলেছিলেন এবারের আসরটা স্মরণীয় করে রাখতে চান তিনি। ইতোমধ্যেই নিজের কথা রেখেছেন সাকিব। বিশ্বকাপে এ পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে মাশরাফি বিন মুর্তজার দল। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর মধ্যে সবকটি ম্যাচেই রান পেয়েছেন সাকিব। ২ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে করেছেন ৩৮৪ রান। উইন্ডিজের বিপক্ষে ম্যাচে তো দলকে একাই জয় এনে দিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। এবারের বিশ্বকাপটা সাকিবের কতটা দুর্দান্ত কাটছে তা তার ইনিংসগুলোর দিকে তাকালেই বুঝা যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬৮ রান। আর পরের দুই ম্যাচে তো সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন তিনি। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলেন ১২১ রানের নান্দনিক এক ইনিংস। আর উইন্ডিজের বিপক্ষে তার ব্যাট থেকে আসে অপরাজিত ১২৪ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও উজ্জ্বল সাকিব। বিশ্বকাপে এখন পর্যন্ত বল হাতে ৫ উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের পেসবান্ধব উইকেটে একজন স্পিনারের জন্য যা খুব একটা খারাপ পারফরমেন্স নয়। বিশ্বকাপের আজকের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মাশরাফির দলের বিপক্ষে খেলতে নামার আগে অজিদের ভাবনার কারণ সাকিব। ব্যাটসম্যান সাকিবকে দ্রুত ফেরানোর জন্য অজিরা কি ছক কষছে সেটা অবশ্য জানা যায়নি। কিন্তু বোলার সাকিবকে মোকাবেলার জন্য উঠেপড়ে লেগেছে অজিরা। বাংলাদেশ দলের বাঁ-হাতি স্পিনার সাকিবকে সামলাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সাহায্য নিচ্ছেন অ্যাস্টন অ্যাগারের। অস্ট্রেলিয়ার ‘এ’ দলের হয়ে এখন ইংল্যান্ড সফর করছেন এই বাঁ-হাতি স্পিনার। গতকাল তার বিপক্ষে নেটে ব্যাটিং অনুশীলন করেছেন ওয়ার্নার, ফিঞ্চ ও স্মিথরা। অজিদের এই পরিকল্পনাতেই স্পষ্ট যে বিশ্বসেরা অলরাউন্ডারকে সামলাতে প্রস্তুতির কোনো কমতি রাখতে নারাজ তারা। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের অনুরূপ একজন স্পিনারকে সামলানোর সুযোগ হাতছাড়া করতে চাননি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। এ বিষয়ে অ্যারন ফিঞ্চদের কোচ বলেন, সাকিব নিঃসন্দেহে বিশ্বের সেরা স্পিনারদের একজন। তার বিপক্ষে ব্যাট করাটা যে কোনো ব্যাটসম্যানের জন্যই চ্যালেঞ্জিং। আমার দলের ব্যাটসম্যানরা অ্যাগারকে মোকাবেলা করে ব্যাটিং প্রস্তুতি সারছে। আশা করি, এটা সাকিবকে খেলতে সহায়তা করবে। তবে ব্যাটসম্যান সাকিবকে সামলাতে কি পরিকল্পনা নেয়া হয়েছে সে বিষয়ে কোনো কিছুই বলেননি অজি কোচ। ল্যাঙ্গারের কথা অবশ্য অযৌক্তিক নয়। সাকিব আসলেই দারুণ একজন বোলার। ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া টাইগার অলরাউন্ডার সাকিব এখন পর্যন্ত ২০২টি ওয়ানডে ম্যাচ খেলে ব্যাট হাতে ৬১০১ রান করেছেন। ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি রয়েছে তার। পাশাপাশি উইকেট পেয়েছেন ২৫৪টি। সাকিব প্রথমবার বিশ্বকাপে অংশ নেন ২০০৭ সালে। এরপর ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপেও খেলেছেন তিনি। বিশ্বকাপে এ পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৯০৪ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। আর বল হাতে নিয়েছেন ২৮ উইকেট। দ্বাদশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় এখন শীর্ষে আছেন সাকিব। দুই নম্বরে আছেন ইংল্যান্ডের জো রুট। তার নামের পাশে রয়েছে ৩৬৭ রান। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ রয়েছেন তিন নম্বরে। এ ছাড়া এই তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App