×

খেলা

রাবাদা-ফার্গুসন গতির ঝড় আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ০১:৪২ পিএম

রাবাদা-ফার্গুসন গতির ঝড় আজ
দ্বাদশ বিশ্বকাপের আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে প্রোটিয়াদের লড়াই, আর ২২ গজে গতির ঝড় উঠবে না তা তো হতে পারে না। দুদলেই রয়েছেন বেশ কয়েকজন দ্রুতগতির পেসার। এরমধ্যে আলাদাভাবে দুজনের কথা বলতেই হয়। তারা হলেন নিউজিল্যান্ডের লুকি ফার্গুসন ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ফার্গুসন ও রাবাদা দুজনই সময়ের সেরা পেসারদের তালিকায় রয়েছেন। এবারের বিশ্বকাপেও দারুণ ছন্দে আছেন তারা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ২ উইকেট নেন রাবাদা। এরপর বাংলাদেশের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন তিনি। নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় প্রোটিয়ারা। ওই ম্যাচে রাবাদা নেন ২ উইকেট। এ ছাড়া নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেট নেন তিনি। কাগিসো রাবাদার ওয়ানডে অভিষেক হয় ২০১৫ সালের ১০ জুলাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ পর্যন্ত ৭১টি ওয়ানডে খেলে ১১১ উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার। এটিই রাবাদার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। অন্যদিকে কিউই পেসার লুকি ফার্গুসনেরও ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ এটি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে দারুণ ঝলক দেখাচ্ছেন তিনি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৮ উইকেট পেয়েছেন ফার্গুসন। সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় এখন তিনি আছেন ৬ নম্বরে। আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা আজকেও ধরে রাখবেন ফার্গুসন এমনটিই প্রত্যাশা নিউজিল্যান্ড সমর্থকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App