×

বিনোদন

মাইলসের চল্লিশ বছর উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ০১:৫২ পিএম

মাইলসের চল্লিশ বছর উদযাপন
অগণিত ভক্ত-শ্রোতার ভালোবাসা নিয়ে মাইলসের পথপরিক্রমার বয়স এখন ৪০। চলতি বছরেই ৪০-এ পা দিয়েছে ব্যান্ডটি। অগ্রযাত্রার এই সুবর্ণ সময় স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশে কনসার্টের আয়োজন করেছে ব্যান্ড মাইলস। গত ১৭ জুন রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যান্ডটি। সেখানে জানানো হয়, এরই মধ্যে আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াতে কনসার্টের বিষয়টি চ‚ড়ান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যান্ডের সদস্য শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, সৈয়দ জিয়াউর রহমান ত‚র্য এবং ইকবাল আসিফ জুয়েল। এ ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান উইন্ডমিলেন ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম। সংবাদ সম্মেলনে ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ বলেন, হাঁটি হাঁটি পা পা করে মাইলস চল্লিশ বছর পার করেছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। মাইলস যাত্রা শুরুর পর থেকে দেশে ও দেশের বাইরে অনেক স্টেজ শো করেছে। এমটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক চ্যানেলে আমাদের গান প্রচার হয়েছে। আমার চল্লিশ বছর উদযাপন বড় করেই করতে চাই। ছয় মাস ধরে বিভিন্ন কার্যক্রম চলবে। চার দশক উদযাপন উপলক্ষে দেশের বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট ও খুলনায় কনসার্টের আয়োজন করা হবে। এ ছাড়া ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে গ্র্যান্ড গালা কনসার্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App