×

খেলা

পরের ম্যাচগুলোয় ধরে রাখতে হবে এই ছন্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১১:২৭ এএম

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ দল। এই জয়ে দ্বাদশ বিশ্বকাপের সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকল টাইগারদের। ক্যারিবীয়দের বিপক্ষে আমাদের ক্রিকেটাররা যেভাবে জয় ছিনিয়ে এনেছে সেটা এককথায় অসাধারণ, অবিশ্বাস্য, অকল্পনীয়। শুরুতে ব্যাট করে উইন্ডিজের স্কোরবোর্ডে ৩২১ রানের সংগ্রহ দেখে অনেকের মনেই হারের শঙ্কা তৈরি হয়েছিল। তবে আমি আশাবাদী ছিলাম। মাঠ ছোট, তাই ক্রিজে টিকে থেকে স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই এই লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতা সম্ভব। সাকিব ভাইয়ের ছন্দে থাকাটা আশাবাদী করে তুলেছিল আমাকে। তিনি প্রত্যাশা পূরণ করেছেন। পূরণ করেছেন বললে ভুল হবে, প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন তিনি। তামিম ভাই রানে ফিরেছেন। এটা আমাদের জন্য বিরাট পাওয়া। আমি বিশেষভাবে লিটন দাসের কথা বলব। সে যখন ব্যাটিংয়ে নামে দল তখন বেশ চাপে। আগের ম্যাচগুলোতে একাদশে সুযোগ না পাওয়া লিটন ক্যারিয়ারে বিশ^কাপের প্রথম ম্যাচ খেলতে নেমে যেভাবে ব্যাট করেছে সেটা প্রশংসার দাবিদার। আর বোলিংয়ে মাশরাফি ভাই উইকেট না পেলেও শুরুর দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে উইন্ডিজ ব্যাটসম্যানদের চাপে রেখেছেন। মোস্তাফিজ ও সাইফউদ্দিন ব্রেক থ্রু এনে দিয়েছে প্রয়োজনের মুহূর্তে। আর সাকিব ভাই বরাবরের মতো এবারও বল হাতে দুর্দান্ত। মোদ্দাকথা, এদিন সাকিব ভাই ও লিটন দাসের জাদুকরী ব্যাটিং সবার নজর কেড়েছে সত্যি, তবে ম্যাচ জয়ে তামিম ভাই, মাশরাফি ভাই, মোস্তাফিজ, সাইফউদ্দিন ও সৌম্যর অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আশা করি, এই ছন্দ পরের ম্যাচগুলোতেও ধরে রাখবে আমাদের ক্রিকেটাররা। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অনেকে বলছেন যে অজি পেস অ্যাটাক টাইগারদের বেকায়দায় ফেলবে। কিন্তু আমার তা মনে হয় না। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও উইন্ডিজে প্রতিটি দলের বিপক্ষে বাংলাদেশ বড় স্কোর গড়েছে। তাই এসব দলের পেস অ্যাটাক অস্ট্রেলিয়ার চেয়ে কোনো অংশে কম নয়। তাই আমার বিশ্বাস, অ্যারন ফিঞ্চের দলের পেসারদেরও ভালোভাবেই সামলাবে আমাদের ব্যাটসম্যানরা। তবে মিচেল স্টার্ককে নিয়ে কিছুটা ভয় আছে। সে ফর্মে আছে। আর সে কেবল গতির ওপরই নির্ভরশীল নয়, তার বলে যথেষ্ট সুইং আছে। স্টার্ককে সামলানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তাকে উইকেট না দেয়ার চেষ্টা করতে হবে। বিশ্বকাপের আজকের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড দারুণ ছন্দে আছে। এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি তারা। অন্যদিকে প্রোটিয়ারা খুব একটা ছন্দে নেই। ৫ ম্যাচের কেবল একটিতেই জিতেছে। তবে পারফরমেন্সের দিক থেকে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও আমার দৃষ্টিতে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাই ফেভারিট। প্রোটিয়াদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। দল হিসেবে তারা যথেষ্ট শক্তিশালী। ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হেরে যাওয়া দলটির একটি জয় খুব প্রয়োজন ছিল। আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে সেই জয়ের দেখা পেয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App