×

সাহিত্য

তিনি বেঁচে থাকবেন কর্মে, মানুষের হৃদয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ০১:০৮ পিএম

তিনি বেঁচে থাকবেন কর্মে, মানুষের হৃদয়ে
অধ্যাপক মমতাজউদদীন আহমদ আমাদের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি বেঁচে থাকবেন তার কর্মে, মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায়। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ অভিনেতা। প্রিয় শিক্ষক ও নাট্যকারকে এভাবেই স্মরণ করলেন তার শুভার্থী, বন্ধু ও সংস্কৃতিকর্মীরা। মমতাজউদদীন আহমদের নাগরিক স্মরণসভায় বক্তারা বলেন, তিনি ছিলেন শিক্ষক, অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সুবক্তা। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন শুরু থেকে। বাংলা একাডেমির উচিত হবে মমতাজউদদীন আহমদের রচনা সমগ্র প্রকাশ করা। গতকাল মঙ্গলবার যৌথভাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলা একাডেমি নাগরিক স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আনোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিজিএমইএর সভাপতি রুবানা হক, নাট্যজন ড. ইনামুল হক, সাংবাদিক আবেদ খান, অধ্যাপক মেসবাহ কামাল, নাট্যজন গোলাম রব্বানী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সভাপতি ঝুনা চৌধুরী, এটিএন বাংলার অনুষ্ঠান (উপদেষ্টা) নওয়াজিশ আলী খান, অভিনেতা কেরামত মাওলা, অভিনেত্রী আফরোজা বানু, অধ্যাপক ড. রতন সিদ্দিকী, কবি আসাদ মান্নান, অভিনেতা আহসানুল হক মিনু, রেজাউল একরাম রাজু, আরমান পারভেজ মুরাদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান, পথনাটক পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, বাবলী মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে মমতাজউদদীনের প্রিয় নজরুলসঙ্গীত ‘আমি চিরতরে দূরে চলে যাবো তবু আমারে দিবো না ভুলিতে’ গানটি গেয়ে শোনান স্বনামধন্য শিল্পী ফেরদৌস আরা। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, অসাধারণ রসবোধ ছিল। মানুষকে হাসাতে হাসাতেই তিনি জীবন দর্শনের কথা বলতেন, নাটকে, অভিনয়ে। রুবানা হক বলেন, মমতাজউদদীন আহমদ পরিপূর্ণ জীবন কাটিয়ে গেছেন। আনিসকে হারিয়েছি, মমতাজ স্যারও চলে গেলেন। কিন্তু আমি মনে করি, আনিস, মমতাজ স্যার বেঁচে আছেন আমাদের জীবনে, স্মৃতিতে। গোলাম কুদ্দুছ বলেন, সংস্কৃতি জগতের এই উজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের নাটক, চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করে গেছেন। তিনি আপাদমস্তক বাঙালি, স্বাধীনতা সংগ্রামী অসাম্প্রদায়িক মানুষ। নওয়াজিশ আলী খান বলেন, মমতাজউদদীন আহমদের সঙ্গীত বাদে শিক্ষকতা, নাটক রচনা, মঞ্চ ও টিভিতে অভিনয়সহ সব বিভাগেই খুব সাবলীল বিচরণ ছিল। অধ্যাপক মেসবাহ কামাল বলেন, বাংলা একাডেমির উচিত হবে মমতাজউদদীন আহমদের রচনা সমগ্র প্রকাশ করা। ড. ইনামুল হক বলেন, মমতাজউদদীন বাংলাদেশের নাট্যজগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন। কেরামত মাওলা বলেন, মমতাজউদদীন আহমদকে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। তার কাজ বেঁচে থাকবে তাদের হৃদয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App