×

খেলা

তারকা হকি খেলোয়াড় ইব্রাহিম সাবের আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ০৯:৫৪ পিএম

তারকা হকি খেলোয়াড় ইব্রাহিম সাবের আর নেই

ফাইল ছবি

সাবেক তারকা হকি খেলোয়াড়, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ইব্রাহিম সাবের আর নেই। আজ বুধবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সত্তর দশকে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন ইব্রাহিম সাবের। ছিলেন ১৯৭১ বার্সেলোনা বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের সদস্যও। স্বাধীনতা পরবর্তী সময়ে হকির ত্রিরত্ন খ্যাত সাদেক-মহসিন-সাবের জুটির অন্যতম আকর্ষণ ছিলেন এই কুশলী লেফট হাফ। শুধুমাত্র হকি নয়, ক্রিকেট ও বাস্কেটবলেও সমান পারদর্শী ছিলেন ইব্রাহিম সাবের। স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার।

সাবেক তারকা ক্রীড়াবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ, সিনিয়র সহসভাপতি আব্দুর রশীদ শিকদার ও ফেডারেশনের কর্মকর্তারা। তার মৃত্যু সংবাদ পাওয়ার পর দ্বিতীয় বিভাগ হকি লিগের রায়েরবাজার ও তেজগাঁও অগ্রগামী ম্যাচে ১ মিনিট নিরবতা পালন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App