×

খেলা

টাইগার নৈপুণ্যে মুগ্ধ কিংবদন্তিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ০১:৩০ পিএম

টাইগার নৈপুণ্যে মুগ্ধ কিংবদন্তিরা
এবারের বিশ্বকাপ আসরে সাকিব-লিটনদের কাছে টাইগার ভক্তদের চাওয়া একটু বেশি ছিল। গত পরশু বিশ্বকাপের মতো বড় মঞ্চে শাই হোপ, এভিন লুইস ও শিমরন হেটমায়ারদের গড়া ৩২২ রানের টার্গেট ছুঁয়ে ক্রিকেট বিশ্বকে যেন নাড়িয়ে দিয়েছে মাশরাফি বাহিনী। এই জয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার বন্যায় ভাসছে সাকিব-লিটনরা। উইন্ডিজের বিপক্ষে টাইগারদের দারুণ জয়ের পর প্রশংসা করেন কিংবদন্তি ক্রিকেটাররাও। সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি, আকাশ চোপড়া, রুদ্র প্রতাপ সিং ও ইরফান পাঠানের পাশাপাশি মাশরাফি বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ইংল্যান্ড এন্ড ওয়েলসে চলমান বিশ্বকাপে আইসিসির ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন কিংবদন্তি ক্রিকেটার গাঙ্গুলি। সাবেক ভারতীয় অধিনায়ক প্রশংসা করেছেন একইসঙ্গে বাংলাদেশের একাধিক খেলোয়াড়ের জ¦লে উঠার। দারুণভাবে টুর্নামেন্ট শুরু করা সাকিবকে এই ধারাবাহিকতা ধরে রাখার উৎসাহ জাগিয়ে গাঙ্গুলি টুইট করেন, ভালো খেলেছে বাংলাদেশ। দলে অনেক ক্রিকেটারের পারফর্ম করতে দেখে ভালো লাগছে। এভাবেই খেলতে থাকো, সাকিব আল হাসান। ভিভিএস লক্ষ্মণ বরাবরই বাংলাদেশ ক্রিকেটের বড় শুভাকাক্সক্ষী। এমন জয়ের পর টুইটারে জানিয়েছেন, বাংলাদেশকে এই জয়ের জন্য অভিনন্দন। এত বড় লক্ষ্য, এত সহজে তাড়া করল, আমি অভিভূত। বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার পথে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছে সাকিব। তবে আমি বেশি মুগ্ধ হয়েছি লিটন দাসের পরিণত ব্যাটিং দেখে। সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়াও মুগ্ধ বাংলাদেশের এই জয়ে। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য ভীষণ আনন্দিত। কী দুর্দান্ত এক ফল! বিশ্বকাপে স্টার স্পোর্টসের বিশ্লেষক হিসেবে কাজ করা সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান টুইটে নিজের মুগ্ধতা জানিয়েছেন, ‘আগে দক্ষিণ আফ্রিকাকে হারাল, এখন আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণভাবে রান তাড়া করে জিতল। সাকিব এক কথায় অসাধারণ ছিল।’ সাবেক ভারতীয় পেসার রুদ্র প্রতাপ সিং মজেছেন লিটনের ইনিংসে। তিনি বলেছেন, আমি তো ভেবেছিলাম লিটন ছয় বলে ছয় ছক্কাই মেরে দেয় কি না! এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বিশেষ প্রশংসায় ভাসিয়েছেন ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও লিটন দাসকে। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে নিজের টুইটারে আফ্রিদি লিখেছেন, বাংলাদেশ দলের এমন জয়ে তাদের অনেক অনেক অভিনন্দন। সাকিব ও লিটন দাস দারুণ একটি ইনিংস খেলেছে। শাই হোপও দারুণ খেলেছে। বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলকে কখনো ছোট করে দেখা উচিত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App