×

জাতীয়

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ০১:২৪ পিএম

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০

ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছে। এ সময় ১৫টি দোকান ও বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাতে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ হয়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম এনামুল কবীর জানান, মঙ্গলবার সন্ধ্যায় শ্রীরামকান্দি গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে গিমাডাঙ্গা গ্রামের একটি ছেলের গওহরডাঙ্গা ব্রিজের ওপর কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে শ্রীরামকান্দি ও গিমাডাঙ্গা দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় সংঘর্ষে জড়ায়। এ সময় ১০টি দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সংঘর্ষকারীরা। আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App