×

খেলা

উইন্ডিজ জয়ের সুখস্মৃতি নিয়ে অজি বধের মিশনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ১১:৪১ এএম

উইন্ডিজ জয়ের সুখস্মৃতি নিয়ে অজি বধের মিশনে
হারলেই শেষ হয়ে যেত দ্বাদশ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গত সোমবার উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের দুরন্ত ক্রিকেটাররা। টাইগারদের পরের ম্যাচ আগামীকাল। ম্যাচটিতে মাশরাফি বিন মুর্তজার দলের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে নটিংহামের ট্রেন্ট ব্রিজে। অ্যারন ফিঞ্চের দলের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে গতকাল টনটন ছেড়ে নটিংহ্যামে পৌঁছেছে মাশরাফি বাহিনী। বিশ্বকাপের সেমিতে উঠার দৌড়ে টিকে থাকার লক্ষ্য নিয়ে সোমবার দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচে আগে ব্যাটিং করে টাইগারদের উদ্দেশে ৩২২ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দেয় জেসন হোল্ডারের দল। সাকিব ও লিটনের বীরোচিত পারফরমেন্সে সেই লক্ষ্য ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখেই তাড়া করে ম্যাচ জিতে নেয় স্টিভ রোডসের শিষ্যরা। উইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয়ের সুখস্মৃতি নিয়ে নটিংহামে পৌঁছা বাংলাদেশ দল গতকাল কোনো অনুশীলন করেনি। আজ অফিসিয়ালি অনুশীলনে নামবেন তারা। তবে অনুশীলন না করলেও টাইগার ক্রিকেটাররা এখন কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচটি নিয়েই ভাবছেন। এবারের অস্ট্রেলিয়া দলে আছেন বেশ কয়েকজন অসাধারণ পেসার। মিচেল স্টার্ক, নাথান কাল্টার নাইল ও প্যাট কামিন্সদের নিয়ে গড়া অজি পেস অ্যাটাক যে কোনো দলের জন্যই ভাবনার কারণ। তবে অজি পেস অ্যাটাক নিয়ে মোটেই চিন্তিত নন বলে জানিয়েছেন সাকিব ও লিটন। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব বলেন, আমরা অজি পেসারদের নিয়ে খুব একটা চিন্তিত নয়। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মৌলিক বিষয়গুলো ঠিক রেখে খেলতে পারলেই হবে। এবারের বিশ্বকাপে আমরা ইংল্যান্ডের পেস বোলারদের খেলেছি। ভালোভাবে সামলেছি উইন্ডিজের পেসারদেরও। দুই দলেই ১৪০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে বল করার মতো ফাস্ট বোলার আছে। আমি মনে করি, আমরা যথেষ্ট ভালো দল। যে কোনো পেসারকে মোকাবেলার সক্ষমতা আমাদের আছে। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক নিয়ে লিটন দাসও বেশ নির্ভার। তিনি বলেন, এশিয়ার দলগুলোর বিপক্ষে সবাই শর্ট বল করার চেষ্টা করে। ১০টি শর্ট বলের মধ্যে আমরা ৫টি ভালোভাবে খেলতে পারি। আর অপর ৫টি পারি না, বিভ্রান্ত হয়ে যাই। অস্ট্রেলিয়ার পেস অ্যাটাক অসাধারণ। তারা গতি ও শর্ট বলের মাধ্যমে আমাদের বিপদে ফেলার চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয় না, এই বিষয়টা নিয়ে এত ভাবার কিছু আছে। উইন্ডিজের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি সেভাবে ব্যাট করলেই হবে। এদিকে নটিংহ্যামের আবহাওয়া এখন খুব একটা ভালো না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ (বুধবার) বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ। তবে ম্যাচের দিন অবশ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। সে হিসেবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি হওয়ার সম্ভাবনাই বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App