×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এক হাজার সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ০৪:০৩ পিএম

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এক হাজার সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের
ওমান উপসাগরে দু’টি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলে অতিরিক্ত এক হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। গত সোমবার ইরানের পারমাণবিক মজুত বাড়ানোর কার্যক্রম শুরুর ঘোষণার দিনই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক সানাহান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘর্ষ চায় না। কিন্তু, ওই অঞ্চলে দেশের স্বার্থে নিয়োজিত সেনা সদস্যদের নিরাপত্তা ও কল্যাণের জন্য এ পদক্ষেপ নিতে হচ্ছে। তবে, অতিরিক্ত সেনা সদস্যদের কোন এলাকায় মোতাযেন করা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। এর আগে, গত মে মাসে মধ্যপ্রাচ্য অঞ্চলে অতিরিক্ত দেড় হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ক্ষমতাধর পাঁচটি দেশের সঙ্গে ইউরেনিয়াম মজুদ সীমিতকরণের চুক্তি করেছিল ইরান। পরে, গত বছর এ চুক্তি থেকে বেরিয়ে আসার পাশাপাশি ইরানের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশনের এক মুখপাত্র জানান, দেশটি আগামী ১০ দিনের মধ্যে চুক্তিতে নির্ধারিত ইউরেনিয়াম মজুদের সীমা অতিক্রম করতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App