×

জাতীয়

বন্দরের ভাইস চেয়ারম্যান পদে শান্তা-সানু নির্বাচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ১০:০৪ পিএম

বন্দরের ভাইস চেয়ারম্যান পদে শান্তা-সানু নির্বাচিত

সানাউল্লাহ সানু ও ছালিমা হোসেন শান্তা।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ রশিদ। এতে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সানাউল্লাহ সানু ও ছালিমা হোসেন শান্তা।

মঙ্গলবার (১৮ জুন) বন্দরের ৫৪টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ হয়। এতে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু ব্যাপারি বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এবারে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম এ রশিদ।

ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আকতার হোসেন বই প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৬৮ ভোট।

এদিকে, নারী ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন শান্তা ফুটবল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার কলস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৪২ ভোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App