×

খেলা

হোপের আশা ভেঙে দিলেন মোস্তাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০৭:১৮ পিএম

হোপের আশা ভেঙে দিলেন মোস্তাফিজ

ছবি: সংগৃহীত

ব্যাট করছিলেন ৯৬ রানে। আর মাত্র ৪ রান করলেই সেঞ্চুরি তুলে নিতেন শাই হোপ। যা হতো বাংলাদেশের বিপক্ষে তার চতুর্থ সেঞ্চুরি। কিন্তু তার সেই আশা ভেঙে দিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

ব্যক্তিগত অষ্টম ওভারের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে হোপকে ফেরান মোস্তাফিজ।

এর আগে, নিজের দ্বিতীয় স্পেলে ফিরেই উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে ফেরালেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের সপ্তম ওভারের চতুর্থ বলে হোল্ডারকে ফেরান ডানহাতি পেসার সাইফউদ্দিন। মাত্র ১৫ বল খেলে ৩৩ রান করা হোল্ডার ধরা পড়েন মাহমুদউল্লাহর হাতে।

দুর্দান্ত খেলতে থাকা শিমরন হেটমায়ার ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে নিজের ৫০তম ম্যাচটি কিছুটা হলেও স্মরণীয় করে রাখলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি তুলে ক্রমেই বাংলাদেশের জন্য ভয়ংকর হয়ে ওঠা হেটমায়ারকে তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ফেরান মোস্তাফিজ। একই ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই ফেরান রাসেলকেও।

নিজের দ্বিতীয় উইকেট হিসেবে নিকোলাস পুরানকে তুলে নিলেন সাকিব আল হাসান। এর আগে ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা অ্যাভিন লুইসকেও ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ব্যক্তিগত সপ্তম ওভারের দ্বিতীয় বলে লুইসকে ফেরান সাকিব। ৩০ বলে ২৫ রান করে সৌম্য সরকারের হাতে সীমানায় ধরা পড়েন পুরান। এর আগে তৃতীয় ওভারের তৃতীয় বলে কুইসকে ফেরান সাকিব।

এখন পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪৭ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ২৯৮। ৬ রানে ড্যারেন ব্রাভো ও এক রানে থমাস অপরাজিত আছেন।।

এর আগে, শুরু থেকেই কিছুটা আঁটসাঁট খেলছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তারই ফল হিসেবে শূন্য রানেই ফিরলেন।

নিজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই গেইলকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩ বল খেলে শূন্য রানে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গেইল।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কাউন্টি গ্রাউন্ড টনটনে নিজেদের বাঁচা মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App