×

বিনোদন

‘শনিবার বিকেল’ মুক্তির সিদ্ধান্তে আরো সময় লাগবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১২:৫৭ পিএম

‘শনিবার বিকেল’ মুক্তির সিদ্ধান্তে আরো সময় লাগবে
সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ ছবিটি। ছবিটির বিষয়ে সেন্সর বোর্ড সদস্যরা কয়েক দফা আলোচনায় বসলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন আশঙ্কায় এখনো ছবিটির সেন্সর ছাড়পত্র দেয়া হয়নি। তবে দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি না পেলেও, ‘শনিবার বিকেল’ ঘুরছে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। মস্কো এবং সিডনির পর সম্প্রতি চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালে। সেই ছবির বিষয়ে সেন্সর বোর্ড কী ভাবছে? চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, শুনেছি ‘শনিবার বিকেল’ আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। এটা ভালো খবর। তবে বাংলাদেশে ছবিটি সেন্সর ছাড়পত্র পাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। আমরা সেন্সর বোর্ডের সদস্যরা কয়েক দফা আলোচনায় বসেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো সময় দরকার হতে পারে। জঙ্গি হামলার ওপর ভিত্তি করে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের অভিনয়শিল্পীরা। আছেন প্যালেস্টাইনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছাড়া বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App