×

আন্তর্জাতিক

বিহারে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০৪:৩২ পিএম

বিহারে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এনসেফালাইটিস (ভাইরাসের আক্রমণে মস্তিষ্কে সংক্রমণ) রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০তে দাঁড়িয়েছে। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৩০০ শিশু। সোমবার (১৭ জুন) রাজ্যের কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সংবাদমাধ্যম জানায়, সবশেষ গত ২৪ ঘণ্টায় রাজ্যের মুজাফফরপুর জেলায় আরও ২০ শিশুর মৃত্যু হওয়ায় বিগত ১৬ দিনে এ রোগে আক্রান্ত হয়ে মোট শিশু মৃত্যুর সংখ্যা ১০০তে দাঁড়িয়েছে। আর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৩০০ শিশু। কর্তৃপক্ষের দেওয়া হিসেব অনুযায়ী, মুজাফফরপুর জেলার শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ৮৩ এবং কেজরিওয়াল হাসপাতালে ১৭ শিশুর মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App