×

অর্থনীতি

বাজেট পুঁজিবাজারবান্ধব বললেও আরো ৫ প্রণোদনা চায় ডিএসই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০২:২৯ পিএম

বাজেট পুঁজিবাজারবান্ধব বললেও আরো ৫ প্রণোদনা চায় ডিএসই
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারবান্ধব হয়েছে। তবে পুঁজিবাজারকে আরো স্থিতিশীল ও শক্তিশালী করতে বিনিয়োগকারীদের স্বার্থে বাজেটে আরো পাঁচ প্রণোদনার দাবি জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পুঁজিবাজারের জন্য বাজেটে ঘোষিত প্রণোদনাকে স্বাগত জানালেও তালিকাভুক্ত কোম্পানির রিজার্ভ বা রিটেইনড আর্নিংসের ওপরে ১৫ শতাংশ করারোপের যে প্রস্তাব করা হয়েছে, সেটি নিয়ে দ্বিধাবিভক্ত মত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের। সংস্থাটির চেয়ারম্যান আবুল হাশেম ও এক পরিচালক রকিবুর রহমান বলেছেন, বাজারের বাস্তব অবস্থা বিবেচনায় সাময়িকভাবে হলেও সরকারের এই বিধানটি যথাযথ। অপর পরিচালক মিনহাজ মান্নান এই বিধানটি পুনর্বিবেচনার দাবি জানান। গতকাল রবিবার ডিএসইর কনফারেন্স কক্ষে আয়োজিত প্রস্তাবিত বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম মাজেদুর রহমান। দাবিগুলোর মধ্যে রয়েছে- এসএমই মার্কেটের লেনদেনের ওপর উৎসে কর অব্যাহতি, তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট করের পার্থক্য ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করা ও ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জকে কর অব্যাহতি দেয়া, স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেজারি বিল এবং বন্ডের লেনদেনের ওপর কর অব্যাহতির বিষয় সুস্পষ্টকরণ, স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডারদের নিকট হতে উৎসে কর ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০১৫ শতাংশ করা এবং এই উৎসে আয়কর কর্তনকে করদাতার চ‚ড়ান্ত কর দায় হিসেবে বিবেচনা করা। প্রশ্নোত্তর পর্বে ডিএসইর পরিচালক রকিবুর রহমান বলেন, বর্তমানে দেশের পুঁজিবাজারের প্রধান সমস্যা আস্থার সংকট। আইনের সঠিক প্রয়োগ করতে না পারলে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এই সংকট কাটানো যাবে না। আস্থা ফিরে এলে তারল্য সংকটও কেটে যাবে। রিজার্ভের ওপর কর বসানোর প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, আমাদের দেশের পুঁজিবাজারের জন্য এটা সময়োপযোগী সিদ্ধান্ত। তবে কোনো আইনই অনন্তকাল চলবে না। এটাও প্রয়োজনে বাতিল করা যাবে। অনেক পরিচালকরা বিনিয়োগকারীদের লভ্যাংশ না দিয়ে কোম্পানিতে জমা রাখছেন। তাদের জন্যই এই আইন করা হচ্ছে। তবে রকিবুর রহমানের সঙ্গে দ্বিমত পোষণ করে মিনহাজ মান্নান ইমন বলেন, আমরা বাজেটকে সাধুবাদ জানিয়েছি। কারণে-অকারণে বিভিন্ন কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করেছে। এ বিষয়ে একটি উদ্যোগ নেয়া দরকার ছিল। তবে বাজেটে রিজার্ভের ওপর কর বসানোর যে প্রস্তাব করা হয়েছে সেটি পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করছি। কারণ এতে ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির আগ্রহ হারিয়ে ফেলবে। ইতোমধ্যে বিএসইসির সঙ্গে ডিবিএর পক্ষ থেকে বসেছি। আমরা মনে করছি কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ঢালাওভাবে কর আরোপের সিদ্ধান্ত ঠিক হয়নি। পরে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম বলেন, বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে হলেও সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App