×

তথ্যপ্রযুক্তি

ফোল্ডএবল ফোনের বিক্রি পেছালো হুয়াওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০২:০৫ পিএম

ফোল্ডএবল ফোনের বিক্রি পেছালো হুয়াওয়ে
ফোল্ডএবল স্মার্টফোন মেইট এক্স বাজারে আনার তারিখ পিছিয়েছে হুয়াওয়ে। জুনে ডিভাইসটির বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা বাজারে আসবে সেপ্টেম্বরে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের জন্য ডিভাইসটি পুরোপুরি প্রস্তুত করতে এটি নিয়ে বিস্তর পরীক্ষা চালানো হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের ব্যর্থতার পর নিজেদের ফোল্ডএবল ডিভাইস নিয়ে বাড়তি সতর্কতা রাখছে হুয়াওয়ে। হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, আমাদের সম্মান নষ্ট হবে এমন কোনো পণ্য আমরা বাজারে আনতে চাই না। ফোল্ডএবল স্মার্টফোন নিয়ে জটিলতার মধ্যে থাকলেও বর্তমানে প্রতিষ্ঠানের মূল সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন সরকার বাণিজ্যিক নিষেধাজ্ঞা আনায়, প্রতিষ্ঠানের কাছে কোনো প্রযুক্তি বিক্রি বা লাইসেন্স দিতে পারছে না মার্কিন প্রতিষ্ঠানগুল। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরো সংস্করণের লাইসেন্স বাতিল হওয়ায় সবচেয়ে বেশি জটিলতায় পড়েছে প্রতিষ্ঠানটি। তবে নিষেধাজ্ঞা আসার আগেই মেইট এক্স উন্মোচন হওয়ায় ডিভাইসটিতে থাকার কথা পুরো অ্যান্ড্রয়েড ওএস। তবে এটি নিয়ে এখনও আলোচনা চলছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App