×

তথ্যপ্রযুক্তি

প্রায় পাঁচ হাজার অ্যাকাউন্ট সরালো টুইটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০২:০৩ পিএম

প্রায় পাঁচ হাজার অ্যাকাউন্ট সরালো টুইটার
‘ইরান ভুল তথ্য ছড়াতে ব্যবহার করছিল’ এমন অভিযোগে প্রায় চার হাজার আটশ’ অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হস্তক্ষেপ ঠেকাতে টুইটারের কয়েকটি গ্রুপের পাশাপাশি এই অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হয়েছে। প্রতারকদের ভুল তথ্য ছড়ানো বন্ধে স্বচ্ছতা আনার চেষ্টায় এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। রুশ, কাতালিয়ান ও ভেনিজুয়েলান প্রজ্ঞাপন ছড়াচ্ছে এমন অ্যাকাউন্টগুলোও এই পদক্ষেপের শিকার হয়েছে। টুইটারের সাইটবিষয়ক প্রধান ইয়োল রথ জানিয়েছেন, চার হাজার আটশ’ অ্যাকাউন্ট একসঙ্গে সরানো হয়েছে তা নয়। এগুলোর মধ্যে ১ হাজার ৬৬৬টি অ্যাকাউন্ট ইরানের নীতিমালা ও পদক্ষেপ নিয়ে মতাদর্শ ছড়াতে সব মিলিয়ে ২০ লাখেরও বেশি টুইট করেছে। ২৪৮টি অ্যাকাউন্ট ইসরায়েলকে নিয়ে বিকৃত আলোচনা করতে কাজ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App