×

তথ্যপ্রযুক্তি

জ্বালানিবান্ধব গাড়ি নাভারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০৩:১৬ পিএম

জ্বালানিবান্ধব গাড়ি নাভারা
জনপ্রিয় পিকআপ নিশান নাভারা। গত ৪ জুন নিশান বাজারে এনেছে নিশান নাভারার নতুন মডেল। আগামী ১ জুলাই থেকে বিশ্বের বিভিন্ন দেশের শোরুমে বিক্রয় শুরু হবে জ্বালানিবান্ধব এ নতুন মডেলের নিশান নাভারা। গাড়িটি কিনতে হলে খরচ পড়বে ২২ থেকে ৩২ হাজার পাউন্ড। পিকআপ ধরনের বাহনের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি হলো নিশান নাভারা, যা অনেক দেশে নিশান ফ্রন্টিয়ার এবং কিছু দেশে নিশান এনপি৩০০ নামেও পরিচিত। গাড়িটি ১৯৯৭ সাল থেকে নির্মিত ও বাজারজাত হয়ে আসছে। গত ৪ জুন নিশান বাজারে এনেছে নিশান নাভারার নতুন মডেল। নতুন মডেলটি আরো বেশি জ্বালানিবান্ধব, শক্তিশালী ও আকর্ষণীয় ভাবে নির্মাণ করা হয়েছে। সেসঙ্গে রয়েছে অনেক নতুন ফিচার। নিশান নাভারার নতুন মডেলটি অন ও অফ রোডে চালানোর জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এবং এর জন্য ব্যবহার করা হয়েছে নিশানের ‘গো এনিহোয়ার’ প্রযুক্তি। এ ছাড়াও, আরো বেশকিছু প্রযুক্তি ও ফিচার রয়েছে এ গাড়িতে, যেগুলো হলো ৮ ইঞ্চি ডিসপ্লে, যা দিয়ে ফিচারগুলো নিয়ন্ত্রণ করা যাবে। তাছাড়া রয়েছে একটি মজার ফিচার, যেখানে স্মার্টফোন ব্যবহার করে গাড়ির ফ্লুইড লেভেল চেক করা যাবে, আর অ্যাপ ব্যবহার করে গাড়ির দরজা লক ও আনলক করা যাবে। ব্লুটুথ সিস্টেম, ইউএসবি, অ্যাপল কারপ্লে ইত্যাদি সুবিধা তো রয়েছেই। আরো রয়েছে উন্নত মানের স্টপিং ডিস্টেন্স ও ব্রেক সিস্টেম, যার জন্য ব্যবহার করা হয়েছে ৪ হুইল ডিস্ক ব্রেক এবং ব্রেকিং ফোর্স আগের চেয়ে ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ঝাঁকুনি এড়াতে রয়েছে উন্নত রিয়ার সাসপেনশন। রয়েছে ১৭ ও ১৮ ইঞ্চির এলয়ে হুইল। লোড ক্যাপাসিটি বা ভার বহনের ক্ষমতা আগের তুলনায় ৪৬ কেজি বাড়ানো হয়েছে। সেফটি সিস্টেমের কথা বললেও নিশান নাভারার কথা অস্বীকার করা যাবে না। ২০১০ সালে নিশান নাভারা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন থেকে ৫ স্টার রেটিং লাভ করে। এবারের নিশান নাভারাতেও সে ধারাবাহিকতায় উন্নত সেফটি সিস্টেম ব্যবহৃত হয়েছে। নিশান নাভারাতে রয়েছে ২৩০০ সিসি ডিজেল ইঞ্জিন, যার অশ্বশক্তি ১৬১ এবং রয়েছে ৬ স্পিড সংবলিত ম্যানুয়াল ট্রান্সমিশন। তবে অটোমেটিক ট্রান্সমিশনে অভ্যস্ত চালকদেরও হতাশ করেনি নিশান। ম্যানুয়াল ট্রান্সমিশনের পাশাপাশি ৭ স্পিড সংবলিত অটোমেটিক ট্রান্সমিশনের অপশনও থাকছে নতুন নিশান নাভারাতে। নিশান নাভারাতে কিং ক্যাব (দুই সিট) ও ডাবল ক্যাব (চার সিট) কেবিন থাকছে। নিশানের সর্বাধিক বিক্রিত গাড়ির মাইলফলক অর্জন করা নিশান নাভারা গত বছর প্রায় ২ লাখ ৩১ হাজার ৪৩৫টি ইউনিট বিক্রি হয়েছে সারা বিশ্বে, যা ২০১৭ সালের বিক্রির হারের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশি। গাড়িটি নির্মিত হচ্ছে থাইল্যান্ড, স্পেন, আর্জেন্টিনা ও মেক্সিকোয়। এছাড়া স্বল্প পরিমাণে নির্মিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। এ ছাড়াও, গাড়িটির চেসিস ব্যবহার করে মার্সিডিস এক্স ক্লাস পিকআপ নির্মিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App