×

জাতীয়

ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ০৩:০২ পিএম

ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর মামলায় গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেননি আদালত। সেই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর দির্শের দেয়া হয়েছে। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেনের আদালতে তার জামিন চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী মাসুমা আক্তার। সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে কঠোর নিরাপত্তায় শাহবাগ থানা থেকে গাড়িতে করে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে সাইবার ট্রাইব্যুনালে আনা হয়। এরপর মোয়াজ্জেমকে সিএমএম আদালতের হাজতখানায় নেয়া হয়। হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোতালেব হোসেন জানান, বেলা ২টার দিকে তাকে সাইবার আদালতে তোলা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে পরোয়ানা জারির ২০ দিন পর গতকাল রবিবার দুপুরে হাইকোর্ট এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App